সোমনাথ রায়, নয়াদিল্লি: তেলেঙ্গানা সফরে গিয়ে সংক্রমণের শিকার হন, দিল্লির হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। প্রধান বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ‘লাইভ ল’ সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কারণে আজ এবং আগামিকাল শীর্ষ আদলতের কার্যভার থেকে অব্যহতি নিচ্ছেন তিনি।
Chief Justice of India BR Gavai was hospitalised after he contracted a severe infection during his recent visit to Telangana.
AdvertisementHe is responding well to treatment and is expected to resume official duties in a day or two.
— Live Law (@LiveLawIndia)
গত ১২ জুলাই তেলেঙ্গানা সফরে হায়দরাবাদের নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গাভাই। ওই দিন তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মনে করা হচ্ছে, সেই সময়েই তিনি রোগে সংক্রামিত হন। যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’-তিন দিনের মধ্যেই দেশের প্রধান বিচারপতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভাষণে গাভাই বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে সরব হন। তিনি বলেন, “আমাদের দেশ এবং আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিচারে বিলম্ব কখনও কখনও দশকের পর দশক ধরে চলছে। আমরা এমন ঘটনাও দেখেছি যেখানে বিচারাধীন অবস্থায় বছরের পর বছর জেলে থাকার পরও কেউ নির্দোষ প্রমাণিত হয়েছেন। দেশের সেরা প্রতিভারাই এমন সমস্যার সমাধান করতে পারে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.