Advertisement
Advertisement

Breaking News

CJI BR Gavai

‘অবসরের পর সরকারি পদে না’, পরবর্তী পরিকল্পনা জানালেন প্রধান বিচারপতি গাভাই

চলতি বছরের নভেম্বর মাসে মেয়াদ শেষ হবে বর্তমান প্রধান বিচারপতির।

CJI BR Gavai will not accept any government post after retirement
Published by: Amit Kumar Das
  • Posted:July 25, 2025 8:37 pm
  • Updated:July 25, 2025 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অবসরের পর কোনও সরকারি পদে থাকব না’, এমনটাই জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। এক্ষেত্রে পূর্বসূরিদের পথ যে তাঁর একেবারেই পছন্দ নয় সে কথা স্পষ্ট করে প্রধান বিচারপতির বার্তা, অবসরের পর নিজের জন্মভূমিতে ফিরে নিঃঝঞ্ঝাট জীবন কাটানোই তাঁর উদ্দেশ্য।

Advertisement

শুক্রবার মহারাষ্ট্রের অমরাবতী জেলায় নিজের পৈতৃক গ্রাম দারাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানবিচারপতি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি অবসর গ্রহণের পর কোনও সরকারি পদে যোগ দেব না। পরবর্তী পরিকল্পনা আমার সাজানো রয়েছে।” প্রধান বিচারপতির কথায়, “অবসর গ্রহণ করার পর অনেক বেশি সময় পাব আমি। এই সময়ে দারাপুর, অমরাবতী ও নাগপুরে সবচেয়ে বেশি সময় কাটাবো।” প্রসঙ্গত, এই এলাকাগুলি প্রধান বিচারপতির হোম টাউন হিসেবে পরিচিত।

যদিও সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অতীতে বহুবার দেখা গিয়েছে, বিচারপতির পদ ছাড়ার পর অনেকেই সরকারি পদে যোগ দিয়েছেন। রাম মন্দিরের রায় দেওয়া প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসরের পর যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদে। অবসরের পর বিচারপতিদের এহেন পদক্ষেপের বিরোধিতা করতে দেখা গিয়েছে বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইকে। তাঁর মতে বিচারব্যবস্থা দেশের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলে কোনও বিচারপতি পদ থেকে অবসরের পর সরকারি পদে গেলে বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

উল্লেখ্য, গত ১৪ মে দেশের ৫২ তম প্রধান বিচারপতি পদে শপথ নেন বিআর গাভাইকে। দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি তিনি। চলতি বছরের নভেম্বর মাসে মেয়াদ শেষ হবে তাঁর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement