Advertisement
Advertisement

Breaking News

JNU

উমর খালিদ-শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল! দশেরা ঘিরে রণক্ষেত্র JNU, আহত বহু

মপন্থী ছাত্র সংগঠনগুলিই পাথর ছুড়েছে বলে অভিযোগ এবিভিপির।

Clashes Erupt At JNU during Dussehra celebration
Published by: Anwesha Adhikary
  • Posted:October 3, 2025 9:30 am
  • Updated:October 3, 2025 10:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। জানা গিয়েছে, জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করা হয়েছিল। সেই কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নিয়েছিল এবিভিপি। তারপরেই দশেরার মিছিলে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এবিভিপির তরফে জানানো হয়েছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলিই পাথর ছুড়েছে দশেরার মিছিলে। আহত হয়েছেন বহু পড়ুয়া।

Advertisement

অশান্তির সূত্রপাত এবিভিপি পরিচালিত রাবণ দহন অনুষ্ঠান থেকে। গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনটির দাবি, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ সবরমতী টি পয়েন্টের কাছে আচমকাই পাথরবৃষ্টি শুরু হয় দশেরার মিছিল ঘিরে। বহু পড়ুয়া আহত হন। বিশ্ববিদ্যালয়ের এবিভিপি প্রেসিডেন্ট মায়াঙ্ক পাঞ্চালের কথায়, কেবল ধর্মীয় অনুষ্ঠানে নয়, বিশ্ববিদ্যালয়ের উৎসব এবং পড়ুয়াদের বিশ্বাসে আঘাত হানা হয়েছে। গোটা ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক বলে বিবৃতি দেওয়া হয়েছে এবিভিপির তরফে। তাদের অভিযোগ, AISA, SFI এবং DSF-এর মতো ছাত্র সংগঠনগুলিই হামলা চালিয়েছে দশেরার মিছিলে।

কিন্তু পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে আইসা। তাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করে রাবণ দহন আয়োজন করেছিল এবিভিপি। এহেন আচরণ ইসলামোফোবিয়ার নিদর্শন। রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। ঘৃণার রাজনীতি কোনওদিন বরদাস্ত করবে না জেএনইউ।’ আইসার প্রশ্ন, কেন নাথুরাম গডসের মতো ব্যক্তিত্বের আদলে রাবণের কুশপুতুল পোড়ানো হল না? তবে গোটা বিষয়ে এখনও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম-সহ অনেকেই এখনও জেলবন্দি। পাঁচ বছর কেটে গেলেও জামিন মেলেনি তাঁদের। ইউএপিএ ধারায় মামলা চলছে তাঁদের বিরুদ্ধে। জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। এবার তাঁদেরকে রাবণের তকমা দিল তাঁদেরই প্রিয় বিশ্ববিদ্যালয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ