সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের আহমেদাবাদ শহরের একটি স্কুলে ছাত্র খুনে অগ্নিগর্ভ পরিস্থিতি। মঙ্গলবার দশম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে একই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। মৃত নাবালকের নাম নয়ন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খুনে অভিযুক্ত ছাত্রটি মুসলিম সম্প্রদায়ের। বুধবার সকালে স্কুলে হাজির হন একদল ক্ষুব্ধ অভিভাবক। স্কুল চত্বরে ভিড় জমান হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরাও। স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র নয়ন সিন্ধি সম্প্রদায়ের। এদিন সকালে ক্ষুব্ধ অভিভাবকদের পাশাপাশি সিন্ধি সম্প্রদায়ের একদল জনতা হাজির হয় স্কুল চত্বরে। অভিভাবকদের মুখে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কর্মীরাও হাজির হন। সমবেত বিক্ষোভকারীরা স্কুলে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকী তাঁদের হামলায় আহত হন স্কুলের সাধারণ কর্মীরাও।
পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আইন রক্ষকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। ইতিমধ্যে অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রকে হেফাজতে নিয়েছে গুজরাট পুলিশ। নাবালক আইনেই তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের বাবা-মায়েরা এবং হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.