Advertisement
Advertisement
Arunachal Pradesh

অরুণাচলে স্কুলের হস্টেল পুড়ে ছাই! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু তৃতীয় শ্রেণির পড়ুয়ার, আহত ৩

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

Class 3 Student Burned To Death, 3 Others Injured In Arunachal Pradesh School Fire

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:August 24, 2025 5:51 pm
  • Updated:August 24, 2025 5:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের একটি সরকারি আবাসিক স্কুলে ভয়ংকর অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও ৩ ছাত্র অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। শি-ইওমি জেলার একটি প্রত্যন্ত গ্রামের পাপিক্রুং সরকারি আবাসিক স্কুলের ছাত্রাবাসে শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। অরুণাচলের শিক্ষামন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক পাসাং দরজি সোনা মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলের পোস্টে। অগ্নিকাণ্ডের জেরে গোটা ছাত্রাবাসটি পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম তাশি জেমপেন। তৃতীয় শ্রেণিতে পড়ত সে। দুর্ঘটনায় আহত অন্য তিন ছাত্রের নাম লুখি পুজেন (৮), তানু পুজেন (৯) ও তায়ি পুজেন (১১)। প্রথমে তাদের ৮৫ কিমি দূরে তাতো জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১৩০ কিমি দূরবর্তী পশ্চিম সিয়াং জেলার আলো শহরের জোনাল জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ছাত্রদের অবস্থা তেমন আশঙ্কাজনক নয় বলেই জানা যাচ্ছে।

কীভাবে ওই স্কুলে অগ্নিকাণ্ড ঘটল তার তদন্তের জন্য পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। সবকিছু খতিয়ে দেখে ধন্দে পড়ে গিয়েছেন তদন্তকারীরা। কারণ, দূর্গম গ্রামে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয়নি। তাই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেনি বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

যদিও অরুণাচলের শিক্ষামন্ত্রী পাসাং দরজি সোনা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের নির্দেশের পাশাপাশি জেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে আহত ছাত্র ও পরিবারের পাশে থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। কঠিন সময়ে দুর্গতদের সব দায়িত্ব সরকার নেবে বলেও জানিয়েছেন অরুণাচলের শিক্ষামন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ