সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরে এল সিবিএসসি বোর্ড পরীক্ষা। এখন থেকে দশম শ্রেনির ক্ষেত্রে পুনরায় বোর্ডই পরীক্ষা নেবে, এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
সোমবার রাজস্থানের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকের পর প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেনীর ক্ষেত্রে বোর্ডের পরীক্ষা বাধ্যতামূলক।
শুধুমাত্র দশম শ্রেনিই নয়, পঞ্চম ও অষ্টম শ্রেনীর ক্ষেত্রেও বোর্ডের পরীক্ষা ব্যবস্থাকেই ফিরিয়ে আনার কথা বলেছেন প্রকাশ জাভড়েকর। এই প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করা হবে খুব শীঘ্রই।
পুনরায় এই ব্যবস্থা ফিরিয়ে আনার প্রশ্নে মন্ত্রী প্রকাশ জাভেদকার জানিয়েছেন, দেশের সরকারী সহ অন্যান্য বিদ্যালয়গুলিতে শিক্ষার মান বৃদ্ধির জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর পাশাপাশি মন্ত্রীর তরফ থেকে সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়েছে যে, আইআইটি ও জয়েন্ট এন্ট্রান্সের জন্য সরকারি উদ্যোগে ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করা হচ্ছে যাতে এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে ছাত্রছাত্রীদের কোনওরকম অসুবিধা না হয়। এই সমস্ত ওয়েবসাইটে থাকবে স্টাডি মেটারিয়াল-সহ বিভিন্ন বিশেষজ্ঞদের আলোচনা। ছাত্রছাত্রীরা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের যাবতীয় সমস্যার সমাধান পাবে এবং বিশেষজ্ঞদের থেকে প্রশিক্ষণও পাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.