সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হয় বোতল। এই ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। হামলার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক।
বিজেপির তরফে প্রকাশ্যে আনা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের কনভয় নিয়ে কর্মসূচিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী কনভয়ের মাঝে একটি সাদা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তায় ধারে বহু নিরাপত্তারক্ষীর মাঝ থেকেই মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে একটি সবুজ রংয়ের বোতল। হিমন্তের গাড়িতেই আছড়ে পড়ে সেটি। যদিও কেউ ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছোড়েন নাকি ভুলবশত ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। এই ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি পুলিশের তরফে।
This is how tried to sabotage democracy in Assam.
Today their goons attacked the Chief Minister of Assam with bottles, tomorrow these same goons will launch grenades ?
These cowards will not be spared – both electorally and legally. Mark my word ,
— Pijush Hazarika (@Pijush_hazarika)
এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে অসম রাজনীতিতে। কংগ্রেসকে নিশানা করে কড়া আক্রমণ শানিয়েছে বিজেপি। অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, ‘অসমের কংগ্রেস কর্মীরা এভাবেই অসমের গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে। আজ ওদের কর্মীরা বোতল ছুড়ে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মাকে আক্রমণ করছেন। আগামীকাল এরাই গ্রেনেড ছুঁড়বে।’ হামলাকারীদের কাপুরুষ বলে উল্লেখ করে হাজারিকা আরও বলেন, ‘এইসব লোকেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কোনওভাবেই হামলাকারীকে ছাড়া হবে না। আইনি পথেই এদের উচিত শিক্ষা দিতে হবে।’
গোটা ঘটনায় বিজেপি কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে কড়া আক্রমণ শানালেও, কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে কা কারা খোদ মুখ্যমন্ত্রীর উপর এই হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.