Advertisement
Advertisement
Yogi Adityanath

গণেশের মতো দেবতাকে অপমান, তোষণের রাজনীতি! অখিলেশের দলকে তোপ যোগীর

রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৮টি অটল আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

CM Yogi Adityanath slams opposition during inauguration of Atal Residential School in Moradaba
Published by: Hemant Maithil
  • Posted:August 6, 2025 8:07 pm
  • Updated:August 6, 2025 9:46 pm   

হেমন্ত মৈথিল, মোরাদাবাদ: বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মোরাদাবাদে ৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত অটল আবাসিক বিদ্যালয় উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে তিনি বিরোধীদের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, তোষণের রাজনীতি করে যারা ক্ষমতায় এসেছিল, তারা এখন কোথাও নেই। তারা না সমাজের পাশে ছিল, না থেকেছে আগামী প্রজন্মের পাশে।

Advertisement

যোগী আদিত্যনাথ স্পষ্ট জানান যে, বিজেপির প্রকল্পগুলি তোষণের ভিত্তিতে নয়, বরং সমাজের অগ্রগতির জন্য তৈরি করা হয়েছে। কোনও রকম বৈষম্য ছাড়াই এই সুবিধাগুলি প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, একসময় যারা তোষণের রাজনীতি করত, তাদের কাছে ক্ষমতা ছিল একটি দোকানের মতো। তারা শিক্ষাকে অরাজকতা ও জাতপাতের আখড়ায় পরিণত করেছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিজেপি সরকার তোষণ নয়, কল্যাণের পথে চলে।

মোরাদাবাদের এই শিক্ষাকেন্দ্রটিকে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী বছরে এই স্কুলটি শুরু হওয়ায় তাঁর আদর্শ ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার সংকল্প নেওয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ বলেন, এই স্কুল শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়, এটি সংস্কৃতি, শৃঙ্খলা এবং আত্মনির্ভরতার উৎস হয়ে উঠবে।

রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৮টি অটল আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এগুলিতে ১৮০০০-এরও বেশি শ্রমিক এবং অনাথ শিশু বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকেন। এই স্কুলগুলিতে আধুনিক শিক্ষা ব্যবস্থা, হোস্টেল, খেলাধুলা, ল্যাব ও শিক্ষার্থীর দক্ষতা বিকাশের সব রকম ব্যবস্থা আছে। দ্বাদশ শ্রেণির পর মেডিকেল বা আইআইটি-র মতো উচ্চশিক্ষার খরচও উত্তরপ্রদেশ সরকার বহন করবে।

সমাজবাদী পার্টির সমালোচনা করে যোগী বলেন, আজ সমাজবাদী পার্টি হঠাৎ করে পিডিএ (PDA)-এর কথা বলছে। অথচ তাদের নিজেদের সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে কী ধরনের অব্যবস্থা ও দুর্নীতি ছিল তা কারও অজানা নয়। কল্যাণ সিংয়ের সরকারের সময় যখন ‘G for Ganesh’ পড়ানো হত, তখন সমাজবাদী পার্টি এর বিরোধিতা করে বলেছিল ‘G for Donkey’ পড়াতে হবে। বিজেপি সরকার শিশুদের ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করাতে চায়। অথচ সমাজবাদী পার্টি গণেশের মতো দেবতাকে অপমান করতেও দ্বিধা করেনি।

উত্তরপ্রদেশ শুধু শিল্প, স্বাস্থ্য বা চিকিৎসা নয় বরং শিক্ষাক্ষেত্রেও দারুণ অগ্রগতি করেছে। আজ ‘এক জেলা এক পণ্য’ এবং ‘হেরিটেজ, ডেভেলপমেন্ট, এডুকেশন’ এর মতো কর্মসূচি গ্রহণের মাধ্যমে উত্তরপ্রদেশ নিজেকে মডেল রাজ্য হিসেবে তুলে ধরেছে। তিনি সমাজবাদী পার্টিকে অটল আবাসিক বিদ্যালয়কে শিক্ষার মডেল হিসাবে দেখার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন কায়াকল্প’-এর অধীনে ১.৫৪ লক্ষ জরাজীর্ণ স্কুলকে নতুন ভাবে চালু করা হয়েছে। এমনকী অভ্যুদয় বিদ্যালয় প্রকল্পের অধীনে ৫৭টি জেলায় শিক্ষার নতুন মডেল তৈরির কাজও শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ