সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে বেআইনিভাবে অনুপ্রবেশ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ৩ জন শ্রীলঙ্কার নাগরিক। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধেরও অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, গোপনসূত্রে উপকূলরক্ষী বাহিনীর কাছে খবর আসে তামিলনাড়ুর ধনুষ্কোটি এবং সংলগ্ন এলাকায় কয়েকজন শ্রীলঙ্কার নাগরিক বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন। তারপরই ওই অঞ্চলে নিরাপত্তা জেরদার করে বাহিনী। নিয়মিত টহলও দেওয়া হচ্ছিল। সূত্রের খবর, শনিবার ভোরে ওই তিন যুবককে তামিলনাড়ু উপকূলে দেখা যায়। নজরে আসতেই তাঁদের গ্রেপ্তার করে উপকূলরক্ষী বাহিনী। ধৃতরা হলেন সুমিথ রোলান ফার্নান্দো, সাহারা গুনাথিলাগা এবং কবিলান। ঠিক কী কারণে তাঁরা ভারতে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
উপকূলরক্ষী বাহিনীর এক আধিকারিক বলেন, “বেশ কয়েকদিন ধরে ওই তিন যুবক বেআইনিভাবে তামিলনাড়ুর পাচমলাই জেলায় বসবাস করছিলেন। তবে সম্প্রতি তাঁরা ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই তিন জন ধরা পড়ে যান।” তদন্তকারীদের একটি সূত্রের খবর, ধৃতরা একটি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। সেই সূত্রেই তাঁরা ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.