সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দেশের ‘গেটওয়ে অফ ড্রাগস’ হয়ে উঠতে দেখা গিয়েছে গুজরাটকে (Gujarat)। পাশাপাশি মুম্বইয়েও একের পর এক মাদক বাজেয়াপ্তর ঘটনায় পরিষ্কার বাণিজ্যনগরীতেও কীভাবে সক্রিয় হয়ে উঠছে মাদক চক্র।
সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) এক গুদামঘর থেকে উদ্ধার হয়েছিল ৬০ কেজি মেফাড্রোন। এবার ফলের বাক্সের ভিতরে মিলল ৫০.২৩ কেজি কোকেন। যার মূল্য ৫০২ কোটি টাকা! পাচারকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা ওই বাক্সে ছিল নাশপাতি ও সবুজ আপেল। সেখানেই লুকনো ছিল ৫০টি কোকেনের প্যাকেট। নব সেবা বন্দরে আটক করা হয় বাক্সগুলি। তল্লাশি চালাতেই ধরা পড়ে যায় ফলের আড়ালেই লুকনো রয়েছে বহুমূল্য কোকেন।
Maharashtra | 50 bricks made of 50.23 kgs of cocaine, valued at Rs 502 cr in illicit market, seized by DRI Mumbai Zonal Unit from a container carrying pears&green apples, imported from South Africa. It was intercepted at Nhava Sheva port on Oct 6. Importer arrested under NDPS Act
— ANI (@ANI)
প্রশাসনের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ডিআরআই-এর মুম্বই শাখা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিল ওই পাচারের বিষয়ে। জানতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা থেকে আনা মাদক পাচার হচ্ছে ফলের বাক্সে। এরপরই তল্লাশি চালানো হয়। আর তখনই ধরা পড়ে অন্তত ১ কেজি ওজনের ৫০টি কোকেনের প্যাকেট রয়েছে ফলের বাক্সে। তদন্ত এগতেই জানা গিয়েছে, আটক পাচারকারী এর আগেও মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকা থেকে আনা কমলালেবুর আড়ালে ১৯৮ কেজি মেটাএমফেটামিন ও ৯ কেজি কোকেন ছিল। এবার ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে NDPS আইনে।
উল্লেখ্য, এই সপ্তাহেই গুজরাটের জামনগরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল। সেই সূত্রেই খোঁজ মেলে মুম্বইয়ের গুদামঘরে লুকিয়ে রাখা মাদকের। এবার ফলের বাক্সের আড়ালে বিপুল মাদক উদ্ধারে ঘটনায় ছড়াল চাঞ্চল্য। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুম্বইয়ে মেফাড্রোন উদ্ধারের আরও ঘটনা ঘটেছিল। আগস্টে ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মেফাড্রোন বাজেয়াপ্ত করেছিল পুলিশ। যার বাজার মূল্য ১ হাজার ৪০০ কোটি টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়।
এদিকে শনিবার ভোরে মাদকবোঝাই পাক নৌকা আটক হয়েছে গুজরাটে। গ্রেপ্তার করা হয়েছে ৬ জন পাক নাগরিককে। উদ্ধার হয়েছে প্রায় ৫০ কেজি হেরোইন। যার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.