Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

অপারেশন সিঁদুরের পর গুজরাটে প্রথম রোড শো মোদির, হাজির কর্নেল সোফিয়া কুরেশির পরিবার

কী জানাল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার?

Colonel Sofiya Qureshi's Family Attends PM Modi's Roadshow In Vadodara
Published by: Subhodeep Mullick
  • Posted:May 26, 2025 3:04 pm
  • Updated:May 26, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাটের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে ভাদোদরা বিমানবন্দর থেকে বায়ুসেনার স্টেশন পর্যন্ত তিনি রোড শো করেন। সেখানেই উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। বলা বাহুল্য, মোদিকে স্বাগত জানাতে এদিন ভিড় উপচে পড়েছিল রাস্তার দু’ধারে। বেশিরভাগ মানুষের হাতেই ছিল জাতীয় পতাকা।

মোদির রোড শো-তে উপস্থিত ছিলেন কর্নেল কুরেশির বাবা তাজ মহম্মদ, মা হালিমা কুরেশি, দিদি সাইনা সনসরা এবং দাদা সঞ্জয় কুরেশি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাজ বলেন, “আমরা গর্বিত প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন। সোফিয়া এখন দেশের মেয়ে। সে তার কাজ সফলভাবে সম্পন্ন করেছে।” অপারেশন সিঁদুরের প্রশংসা করে কর্নেল কুরেশির মা হালিমা বলেন, “আমাদের বোনেদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল জঙ্গিরা। এই অপারেশন তারই প্রতিশোধ।”   

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিদি সনসরা বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারা গর্বের বিষয়। সবাই এত ভাগ্যবান হয় না। মোদি নারীর ক্ষমতায়নের জন্য অনেক কিছু করেছেন। সোফিয়া আমার যমজ বোন। যখন আমার বোন দেশের জন্য কিছু করে, তখন তা কেবল আমাকেই নয়, অন্যদেরও অনুপ্রাণিত করে। সে এখন আর শুধু আমার বোন নয়, দেশেরও বোন।”

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। অপারেশ সিঁদুরের বিফ্রিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারীশক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement