ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার। ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক চাপানোর পর লোকসভায় এই কথা বললেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়াও এই চুক্তি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে কেন্দ্র। তবে আমেরিকার উপর এখনই পালটা শুল্ক চাপানোর পথে হাঁটবে না ভারত, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। আলাদা করে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।’
তবে ট্রাম্পের মতো আগ্রাসী ভঙ্গিতে জবাব দেয়নি ভারত। বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য খতিয়ে দেখছে সরকার। এই ঘোষণার কী প্রভাব পড়তে পারে সেটাও বিবেচনা করে দেখা হচ্ছে। দুই দেশের পক্ষে লাভজনক এবং স্বচ্ছ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে গত কয়েকমাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা করেছে। সেই বিষয়টি নিয়ে আমরা এখনও আগ্রহী। আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’
একই কথা বৃহস্পতিবার শোনা গেল বাণিজ্যমন্ত্রীর মুখে। লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমেরিকার এই ঘোষণার কী প্রভাব পড়তে পারে, সেই নিয়ে ইতিমধ্যেই একাধিক বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তাঁদের মতামত নেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক-সহ অন্যান্যদের বিকাশকে সুরক্ষিত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সরকার। আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে সমস্ত পদক্ষেপ করব।” সূত্র মারফত শোনা যাচ্ছে, আমেরিকার উপর এখনই পালটা শুল্ক চাপাবে না ভারত। তবে রুশ তেল এবং অস্ত্র কেনা নিয়ে ‘বন্ধু’ ট্রাম্প যতই চোখ রাঙান না কেন, সেদিকে পাত্তা দেবে না ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.