সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ বছরেরও বেশি সময় ধরে রুপোলি পর্দা কাঁপিয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। সেই নিয়েও এবার একে অপরকে তুলোধোনা শুরু করল কংগ্রেস এবং বিজেপি। গেরুয়া শিবিরের মতে, দীর্ঘদিন ধরে কেন্দ্রে সরকার গঠন করলেও শাহরুখকে সম্মান দেওয়ার কথা ভাবেনি কংগ্রেস। পালটা হাত শিবিরের দাবি, আসন্ন বিহার নির্বাচনের কথা মাথায় রেখেই শাহরুখকে জাতীয় পুরস্কার দিয়েছে বিজেপি।
‘জওয়ান’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। তারপরেই প্রাক্তন বিজেপি বিধায়ক রাজ পুরোহিতের দাবি, “বলিউডের সুপারস্টার হলেও শাহরুখ খানকে কোনও পুরস্কার দেয়নি কংগ্রেস সরকার। দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার কিং খানকে স্রেফ উপেক্ষা করে গিয়েছে। কিন্তু বিজেপি কেবল অভিনয়ের নিরিখেই শাহরুখকে বিচার করেছে। ধর্ম নয়, বিজেপি কেবল শাহরুখের প্রতিভা এবং পারফরম্যান্সে নজর রেখেছে। ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করে না বিজেপি, শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়াই তার প্রমাণ।”
যদিও এই দাবি নস্যাৎ করে মহারাষ্ট্রের বিধান পরিষদের কংগ্রেস সদস্য ভাই জগতাপ বলেন, “গত ১১ বছর ধরে তো শাহরুখকে জাতীয় পুরস্কার দেওয়া হয়নি। তাহলে এবছর হঠাৎ কেন? সেটা কি বিহারের বিধানসভা নির্বাচন বা মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনের কথা মাথায় রেখে? শাহরুখ খান ভারতীয় সংস্কৃতির সম্পদ। কিন্তু যে সময়ে, যে রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু ভোটের কথা মাথায় রেখেই শাহরুখকে সম্মান দেওয়া হয়েছে।” .
উল্লেখ্য, ৩৩ বছরের দীর্ঘ কেরিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কখনও রোম্যান্টিক ‘রাহুল’ হয়ে বলেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়।’ আবার কখনও মারকাটারি অ্যাকশনে কাঁপিয়েছেন প্রেক্ষাগৃহ। তবে ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। আর কামব্যাক করেন একেবারে বাদশার মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- পরপর সুপারহিট। ‘জওয়ানে’র হাত ধরেই জাতীয় পুরস্কার। কিন্তু সেই সম্মানেও রাজনীতির কাদা ছিটল এবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.