সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান করে অখিলেশের সঙ্গে হাত মেলাল কংগ্রেস। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট ঘোষণা করল শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের শীর্ষনেতা গুলাম নবি আজাদ সাংবাদিক সম্মেলনে জোটের কথা ঘোষণা করেন। এবং তিনি এও জানান, কংগ্রেস-সপা জোট অখিলেশের নেতৃত্বেই উত্তরপ্রদেশে নির্বাচনে লড়বে।
Details about it will be decided in coming days, for now can say there will be Cong-SP alliance under leadership of Akhilesh Yadav: GN Azad
Advertisement— ANI UP (@ANINewsUP)
প্রসঙ্গত, সোমবারই নির্বাচন কমিশনের নির্দেশে দলীয় প্রতীক সাইকেলের দখল পেয়েছেন অখিলেশ যাদব। তারপর কংগ্রেসের সঙ্গে জোটগঠন অখিলেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, গত বিহার নির্বাচনের সময় জেডিইউ-আরজেডি-কংগ্রেসের মহাজোট বিজেপির বিজয়রথ থামিয়ে দিয়েছিল। বিহারে ফুটতেই পারেনি পদ্মফুল। এবার গো-বলয়ে বিজেপির আস্ফালন ও মায়াবতীর হাতিকে রুখতে কংগ্রেস-সপা জোট তুরুপ চাল বলে মনে করছেন রাজনীতিবিদরা। বিহারের ধাঁচেই মোক্ষম চাল দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ও রাষ্ট্রীয় লোকদল যৌথভাবে ১২০ থেকে ১২৫টি আসনে প্রার্থী দেবে। একইসঙ্গে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিতের নামও প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানা গিয়েছে। সেকথা তিনি নিজেই জানিয়েছেন। এবার গো-বলয়ের আমজনতা টিপুর উপরই আস্থা রাখবে না কি রাজ্যের পুরনো রীতি মেনে ফের অন্য সরকারকে ক্ষমতায় আনবে এখন সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.