সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে এটিএম হিসেবে ব্যবহার করত কংগ্রেস (Congress)। নাগাল্যান্ডের মতো রাজ্যকে দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চালাত শতাব্দীপ্রাচীন দলটি। এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী সোমবার বিধানসভা নির্বাচন নাগাল্যান্ডে। তার আগে ডিমাপুরে এক জনসভায় এভাবেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে।
এনডিপিপির সঙ্গে জোট বেঁধে এবারের নির্বাচনে লড়ছে বিজেপি (BJP)। এদিন জনসভার আগে তাঁকে সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। এরপরই সভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রসকে কাঠগ়ডায় তুলে মোদি বলেন, ”দিল্লিতে বসে থাকা কংগ্রেস নেতারা নাগাল্যান্ডের দিকে কোনও দিন ফিরেও তাকাননি। রাজ্যের উন্নতিকে কখনও গুরুত্ব দেননি। দিল্লি থেকেই রিমোটে নাগাল্যান্ডের (Nagaland) সরকার চালাতেন তাঁরা। দিল্লি থেকে ডিমাপুর, পারিবারিক রাজনীতিই করে কংগ্রেস।”
Nagaland CM Neiphiu Rio felicitates PM Narendra Modi ahead of his public address, in Dimapur
— ANI (@ANI)
পাশাপাশি নাগাল্যান্ডে বিজেপির মন্ত্র হতে চলেছে ‘শান্তি, অগ্রগতি, উন্নতি’। তাঁর কথায়, ”এই কারণেই রাজ্যের মানুষের কাছে বিজেপির প্রতি বিশ্বাস বাড়ছে। আজ নাগাল্যান্ডের হাজার হাজার পরিবার বিনামূল্যে রেশন পাচ্ছে কেন্দ্রের কাছ থেকে। এটা হচ্ছে কেননা আমরা কংগ্রেসের মতো উত্তর-পূর্বের ৮টি রাজ্যকে এটিএম ভেবে বসিনি। আমাদের কাছে এই ৮টি রাজ্য অষ্টলক্ষ্মী।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.