সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধী পরিবারই ‘সুপ্রিম’। কোনও বিরুদ্ধ মত বরদাস্ত নয়। ফের স্পষ্ট করে দিল কংগ্রেস। রাহুল গান্ধী এবং রবার্ট বঢরাকে ‘অপরিণত’ বলার শাস্তিস্বরূপ দলের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্মণ সিংকে সাসপেন্ড করল হাত শিবির। ৬ বছরের জন্য কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ হারালেন লক্ষ্মণ।
বুধবার কংগ্রেসের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, লাগাতার দলবিরোধী কার্যকলাপ করায় লক্ষ্মণ সিংকে ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হল। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য তারিক আনোয়ারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মধ্যপ্রদেশের প্রাক্তন বিধায়ক লক্ষ্মণ সিংকে দলবিরোধী কার্যকলাপের যুক্ত থাকায় ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।”
দলবিরোধী কার্যকলাপটা কী? সেটা স্পষ্ট করেনি কংগ্রেস। তবে দলীয় সূত্রের খবর, রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের জামাতা রবার্ট বঢরাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যই ওই শাস্তি পেয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। মাসখানেক আগে তিনি বলেছিলেন, “রাহুল গান্ধী এবং রবার্ট বঢরার ‘অপরিণতমনস্ক’তার বোঝা বইতে হচ্ছে দলকে। জানি না আর কতদিন সেটা বইতে হবে।” ওই মন্তব্যের জন্য তাঁকে শোকজও করা হয়। সেই শোকজের জবাবে সন্তুষ্ট হতে না পারায় দল তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
লক্ষ্মণ সিং বেশ কয়েক বছর কংগ্রেসের বিধায়ক ছিলেন। একসময় দিগ্বিজয় সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তবে ইদানিং দলের মূল স্রোত থেকে তিনি অনেকটাই দূরে। সেকারণেই সম্ভবত গান্ধী পরিবারকে নিশানা করেন দিগ্বিজয় সিংয়ের ভাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.