ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি! তাও আবার লাইভ টেলিভিশন বিতর্ক চলাকালীন। বিজেপি নেতার ওই হুমকির পরই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তাঁর আর্জি, দ্রুত ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হোক এবং বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করা হোক।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল চিঠিতে লেখেন, ‘কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।’
বেণুগোপাল বলছেন, এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনও কথা নয় বা হঠাৎ আবেগের বশে বলে ফেলা কথা নয়। এটা আসলে ‘ঠান্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতি তৈরির চেষ্টা।’ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছেন, অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত। বেণুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন, গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাস রয়েছে। কংগ্রেস বলছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত, কঠোর পদক্ষেপ করতে হবে। সেটা না করার অর্থ অপরাধপ্রবণতাকেই বৈধতা দেওয়া। রাহুল কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি। তাই তাঁকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপরই হামলা।
সম্প্রতি রাহুলকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে পুণের আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁর আইনজীবী। যদিও পরে সেই মামলা প্রত্যাহার করের নেওয়া হয়। কংগ্রেসের দাবি, রাহুল মৃত্যুভয় পান না। প্রাণনাশের আশঙ্কা সংক্রান্ত ওই মামলা রাহুলের সঙ্গে আলোচনা না করেই দায়ের করেছিলেন আইনজীবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.