Advertisement
Advertisement

Breaking News

Congress

ট্রাম্পের লাল টুপিতে লেখা ‘নরেন্দর সারেন্ডার’! ফের মোদিকে খোঁচা কংগ্রেসের

প্রথমে পাশে থাকলেও ভারত-পাক সংঘর্ষবিরতির পর থেকেই সুর বদলেছে হাত শিবির।

Congress includes Trump's red MAGA cap in fresh jibe at PM Modi
Published by: Biswadip Dey
  • Posted:June 5, 2025 7:56 pm
  • Updated:June 5, 2025 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ‘আত্মসমর্পণে’র তত্ত্ব এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ফের ‘নরেন্দর সারেন্ডার’ খোঁচা দিল হাত শিবির। এবার ডোনাল্ড ট্রাম্পের লাল রঙের ‘মাগা’ টুপির ছবি দিয়ে ফের শতাব্দীপ্রাচীন দল ইঙ্গিত করল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এগিয়ে থেকেও একপ্রকার আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লালরঙা টুপিটি ‘আইকনিক’ হয়ে গিয়েছে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (আমেরিকাকে আবার মহান করে তোলো) স্লোগানের সঙ্গে। এবার সেই টুপিতে নরেন্দ্র মোদির উল্লেখ করে মঙ্গলবার দেওয়া খোঁচাকে নয়া মাত্রা দিল কংগ্রেস।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর ইস্যুতে কেন্দ্রের পাশে থাকলেও ভারত-পাক সংঘর্ষবিরতির পর থেকেই সুর বদলেছে কংগ্রেস। মঙ্গলবারই পোস্ট করে তিনি দাবি করেন, ‘একটু চাপ পড়লেই ভয়ে পালায় বিজেপি-আরএসএস সদস্যরা। ওদিক থেকে ট্রাম্প ফোন করে বললেন, মোদিজি এসব কী করছেন! নরেন্দ্র সারেন্ডার করুন। আর মোদিজি জি হুজুর করে ট্রাম্পের ইশারা মেনে কাজ করলেন। আসলে স্বাধীনতার আগে থেকেই আত্মসমর্পণ করাটা এদের স্বভাব।’ এরপর ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ মনে করিয়ে রাহুল বলেন, ‘১৯৭১-এ কোনও ফোন আসেনি। মার্কিন অস্ত্র এসেছিল, রণতরী এসেছিল। তারপরও ইন্দিরা গান্ধী লড়াই চালিয়ে যান। কংগ্রেস আত্মসমর্পণ করার মতো দল নয়। সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করার মতো দল।’

বিজেপিও আক্রমণ করতে ছাড়েনি। বিজেপির এক মুখপাত্র বললেন, “মনে হচ্ছে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা নন। উনি আইএসআইয়ের সদস্য। পাকিস্তানের ভাষায় কথা বলছেন।” এদিকে কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিকদের বলেছেন, ”ইন্ডিয়া ইজ নরেন্দ্র এবং নরেন্দ্র ইজ ইন্ডিয়া, এমনটা বোঝানোর চেষ্টা করবেন না। উনি বড় বড় কথা বলেন, কিন্তু শেষমেশ আত্মসমর্পণ করেন। কয়েকদিন আগেই ওরা চিনের প্রসঙ্গ তুলছিল। এখন কিন্তু চিনের নাম মুখেও আনা হচ্ছে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement