সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপমের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অশিক্ষিত, গেঁয়ো।’ মন্তব্য করে বিতর্কে কংগ্রেস নেতা। এর আগে প্রধানমন্ত্রীকে নিচ আদমি বলে, বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে দল। পরে অবশ্য তাঁকে ফিরিয়েও নেওয়া হয়। এবারে অবশ্য তেমন কোনও পদক্ষেপ কংগ্রেস করেনি।
If children ask about educational qualification of the PM, what will you tell them? People don’t know his qualification. What are the forces which pressurise Delhi University not to release his degree, even when it’s claimed he studied there?: Sanjay Nirupam, Congress(12.09.2018)
Advertisement— ANI (@ANI)
আসলে মহারাষ্ট্রের স্কুলগুলিতে প্রধানমন্ত্রী ছোটোবেলার কাহিনী নিয়ে তৈরি একটি শর্ট ফিল্ম দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার বিজেপি সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়েই এই বেফাঁস মন্তব্য করেন সঞ্জয়। তিনি বলেন, স্কুলে ওই শর্ট ফিল্মটি দেখানোর সিদ্ধান্ত পুরোপুরি ভুল। শিশুদের রাজনীতি থেকে দূরে রাখা উচিত। তাছাড়া ওইরকম একজন অশিক্ষিত, গেঁয়ো মানুষের গল্প থেকে কীই বা শিখবে পড়ুয়ারা? আজ অবধি শিশুরা তো দূরের কথা কেউই জানেন না, প্রধানমন্ত্রীর কী কী ডিগ্রি আছে, সেই ডিগ্রি তিনি কোথায় থেকে পেলেন।
সঞ্চয়ের এই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বিজেপি নেত্রী শাইনা এনসি বলেন, নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ১২৫ কোটি ভারতী। প্রধানমন্ত্রীকে অশিক্ষিত বলা মানে তাঁদেরও অশিক্ষিত বলা। যদিও, সমালোচনার মুখেও নিজের বক্তব্য অনড় মুম্বই কংগ্রেস সভাপতি। তাঁর পালটা বক্তব্য, “এটা গণতন্ত্র, আমার সবার সম্পর্কে সত্যি বলার অধিকার আছে। প্রধানমন্ত্রী ভগবান নন, তাছাড়া আমি আপত্তিকর কোনও ভাষাও ব্যবহার করিনি। “
It’s a democracy&PM isn’t God in a democracy,people speak of him while maintaining decorum. The words I used aren’t undignified: S Nirupam on his remark ‘Jo bachhe school, college mein padh rahe hain Modi jaise unpadh-gawaar ke baare mein jaan kar unko kya milne wala hai?’ (12.9)
— ANI (@ANI)
Yet another abnoxious comment by a mentally deranged . May be he forgets that is elected by 125 cr Indians who aren’t “unpad or gavar “. is devoid of ideology and relevant questions . Sure citizens will give a befitting reply in 2019
— Shaina NC (@ShainaNC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.