Advertisement
Advertisement
Congress

‘মোদানি’, আদানিদের সব সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সরব কংগ্রেস

মোদি ও আদানিকে এক সুতোয় বেঁধে 'মোদানি' কটাক্ষ কংগ্রেসের।

Congress leader Jairam Ramesh attack Narendra Modi and Gautam Adani
Published by: Amit Kumar Das
  • Posted:September 24, 2024 4:09 pm
  • Updated:September 24, 2024 4:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদানি’ কটাক্ষ কংগ্রেসের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে মোদি ঘনিষ্ঠ সংস্থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে জোর কদমে কাজ চলছে। তার ফলে দেশের ছোটো সংস্থা থেকে শুরু করে নতুন সংস্থাগুলি কাজ করার সুযোগ পাচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ।

Advertisement

সোমবার নিজের ‘এক্স’ হ্যান্ডলে দীর্ঘ পোষ্ট করেছেন তিনি। সেখানেই জয়রাম অভিযোগ করেছেন, রাজস্থান এবং মহারাষ্ট্রে দুটি বড় বিদ্যুৎ ক্রয়ের দরপত্র এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দরদাতার সংখ্যা কমানো যায় এবং ‘নন-বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা আরও বড়লোক হতে পারেন। করদাতাদের অর্থ যাতে বেশি করে ‘মোদানি’-র কাছে যায়। মোদি সরকার আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিচ্ছে বলে কংগ্রেস দীর্ঘদিন ধরেই সরব। দুই রাজ্যেই তাপ ও সৌর বিদ্যুৎ কেনার জন্য দরপত্র আহ্বান করেছে সেকথা উল্লেখ করে এদিন জয়রাম লিখেছেন, “রাজস্থানের টেন্ডারটিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, রাজ্যের মধ্যে থেকেই সৌরবিদ্যুৎ কিনতে হবে এবং মোদানি ইতিমধ্যেই সেখানে একটি সৌর প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করেছে। যেখানে মহারাষ্ট্রে, টেন্ডারটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যা মোদানির অন্য রাজ্যের বিনিয়োগের সঙ্গে মানানসই।”

উল্লেখ্য, মহারাষ্ট্র বিদ্যুৎ বণ্টন সংস্থাকে ৬৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করবে আদানি পাওয়ার এবং আদানি গ্রিন এনার্জি। এর মধ্যে তাপ বিদ্যুৎ ১৬০০ মেগাওয়াট, সৌর বিদ্যুতের পরিমাণ ৫ গিগাওয়াট। ৪.০৮ টাকা প্রতি ইউনিটে আগামী ২৫ বছর ওই বিদ্যুৎ জোগান দেবে আদানি গোষ্ঠী। দরপত্রে বড় দুটি সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে আদানিরা। তাৎপর্যপূর্ণ ভাবে, লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি চালু হওয়ার ঠিক আগে দরপত্র চাওয়া হয়েছিল। আর বরাত দেওয়া হল বিধানসভা নির্বাচনের দোরগোড়ায়। বিতর্ক শুরু হয়েছে তা নিয়েই।

এই ঘটনায় কংগ্রেসের তরফে আগেই অভিযোগ তোলা হয়েছিল, মহারাষ্ট্রে হার নিশ্চিত বুঝে যাওয়ার আগে আদানিতে এই প্রকল্পে ঢুকিয়ে ফেলার কাজ শুরু করে ফেলেছে বিজেপি। এবার এই ইস্যুতে মোদি ও আদানিকে এক সুতোয় বেঁধে তোপ দাগলেন জয়রাম রমেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ