ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেন, ‘হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প করে কী লাভ হল? আমাদের দেশের অর্থনীতির উপর আঘাত নেমে এল।’ পাকিস্তান-চিনের পর আমেরিকাকে ভারতের তৃতীয় শত্রু হিসাবেও অভিহিত করেছেন জয়রাম। তবে মোদিকে তোপ দাগলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। আলাদা করে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।’
এই ঘোষণা প্রকাশ্যে আসার পরেই মোদিকে তোপ দেগে রমেশ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের পক্ষে এই ঘোষণা একটি প্রতিবন্ধকতা। হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প করে তো কিছুই লাভ হল না। উলটে প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ বার দাবি করলেন তিনিই অপারেশন সিঁদুর থামিয়েছেন। গোটা দেশ এখনও জানতে চায়, কেন মাঝপথে থেমে গেল অপারেশন সিঁদুর? তাহলে ভারত-আমেরিকার বন্ধুত্ব থেকে আমরা কী পেলাম?”
তবে মোদিকে তোপ দাগলেও ট্রাম্পের ‘শুল্কবাণে’র মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন রমেশ। সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ঘোষণা আমাদের দেশ, আমাদের অর্থনীতি এবং আমাদের প্রধানমন্ত্রীর জন্য বড় ধাক্কা। আমেরিকা আমাদের ব্ল্যাকমেল করছে। আমরা ভাবতাম, পাকিস্তান এবং চিন আমাদের চ্যালেঞ্জ। কিন্তু বর্তমানে আমেরিকা আমাদের তৃতীয় বৃহত্তম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন না যে আমরা কোথা থেকে তেল কিনব। প্রধানমন্ত্রীর ভয় পাওয়া উচিৎ নয়।” তবে রমেশ স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে তাঁরা অবশ্যই সরকারকে বিঁধবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.