ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ তেল কমদামে কিনে লাভ করছে ভারতের ব্রাহ্মণরা! বিস্ফোরক জাতিবিদ্বেষী মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাভারো। সেই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। কংগ্রেসের পবন খেরা, শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধীরা এই মন্তব্যের প্রবল সমালোচনা করেছেন। কিন্তু এই মন্তব্যকে সমর্থন করেছেন দলিত কংগ্রেস নেতা উদিত রাজ।
নাভারো বলেন, “ভারত ক্রেমলিনের জন্য লন্ড্রি ছাড়া আর কিছুই নয়…আপনি ভারতীয় জনগণের খরচে ব্রাহ্মণদের মুনাফা অর্জন করতে সাহায্য করেছেন। আমাদের এটি বন্ধ করা দরকার।” কিন্তু কেন হঠাৎ ব্রাহ্মণদের কথা বললেন তিনি, সেই বিষয়ে কিছুই খোলসা করেননি নাভারো। তাঁর দাবি, রাশিয়ার থেকে কম দামে তেল কিনে পরিশোধন করছে ভারত। তারপর পরিশোধিত তেল বিক্রি করছে ইউরোপের কাছে। তাঁর দাবি, মস্কো এবং বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। নাভারো বলেন, “মোদী একজন বড় নেতা… আমি বুঝতে পারছি না বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হয়েও কেন তিনি ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্ব করছেন।”
এই মন্তব্যের পাশে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ উদিত বলেন, “নাভারোর কথায় আমি একেবারে একমত। ভারতের কর্পোরেট সংস্থাগুলির অধিকাংশই উচ্চবর্ণের ব্যক্তিরা পরিচালনা করেন। তারাই রুশ তেল থেকে মুনাফা অর্জন করছেন, সাধারণ ভারতবাসী নয়। ভারতে এত বেশি জাতিবিদ্বেষ, আমার মনে হয় আগামী ১০০ বছরেও দলিত বা অনগ্রসর শ্রেণির মানুষ কর্পোরেট সংস্থা গড়ে তুলতে পারবে না। তাই নাভারো যা বলেছেন, সেটা তথ্যগত দিক থেকে একেবারে ঠিক।”
নাভারোর মন্তব্য নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষও। গোটা বিষয়টি সহজ করে বুঝিয়ে তিনি বলেন, ‘আসলে একটা সময়ে মার্কিন মুলুকে ‘বস্টন ব্রাহ্মণ’ শব্দটি খুব প্রচলিত ছিল। উচ্চবর্ণের ধনবানদের বোঝাতে ব্যবহার হত এই শব্দ। এখনও ইংরাজিভাষীরা অনেকেই ধনবানদের ব্রাহ্মণ বলে অভিহিত করেন।’ নেটিজেনদের অশিক্ষিত বলেও কটাক্ষ করেছেন সাগরিকা। তবে নাভারোর মন্তব্যে সমর্থন বা বিরোধিতা কোনওটাই করেননি তিনি।
“Boston Brahmin” was once a widely used term in the US to refer to the American New England wealthy elite. “Brahmin” is still a term used in the English speaking world to denote social or economic “elites” ( in this case the rich). The illiteracy on X is astonishing.
— Sagarika Ghose (@sagarikaghose)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.