Advertisement
Advertisement
Rahul Gandhi

সোনিয়া-রাহুলদের সংস্থায় লক্ষ লক্ষ টাকা ‘অনুদান’ কংগ্রেস নেতাদের, বিস্ফোরক ইডি

গান্ধী পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ইডির।

Congress leaders donated in lakhs to Rahul, Sonia Gandhi-led company on request, Claims ED
Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2025 4:38 pm
  • Updated:May 23, 2025 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের অনুরোধে তাঁদের সংস্থাতেই বড় বড় অঙ্কের অনুদান দিয়েছেন কংগ্রেস নেতারা। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সূত্রের দাবি, ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত করতে গিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে তাদের হাতে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে, রাহুল গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ান্সে গান্ধীদের ‘অনুরোধে’ই লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতা। এই ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ নামক সংস্থাটিই বর্তমানে ন্যাশনাল হেরাল্ড চালায়। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী একাই ওই সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক। বাকি দুই শেয়ার হোল্ডার হলেন প্রয়াত কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ এবং মতিলাল ভোরা। গান্ধীদের মালিকানাধীন ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ ২০১১ সালে ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ, এবং নবজীবন, এই তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে। ইডির দাবি, ঘুরপথে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের’ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গিয়েছে কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি পরিচালিত ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করছে, এখানেই শেষ নয়। ওই সংস্থাটি যাতে ফুলে ফেঁপে ওঠে সেটা নিশ্চিত করতে রাহুল গান্ধীরা নাকি বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের অনুরোধ করেন যাতে তাঁরা সংস্থায় অনুদান করেন। ‘ফার্স্ট ফ্যামিলি’কে খুশি করতে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতারা লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন কংগ্রেস নেতারা। সেই তালিকায় আছেন, কর্নাটকের বর্তমান উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ বিভিন্ন রাজ্যের নেতা। প্রথম সারির তো বটেই তুলনায় ছোটখাটো বহু কংগ্রেস নেতাও বড় অঙ্কে ওই সংস্থায় অনুদান দিয়েছে। ২০২২ সালেও রাহুলের ওই সংস্থা মোটা অনুদান পেয়েছে। এমনটাই দাবি ইডি সূত্রের। কংগ্রেসের তরফে এই অভিযোগ নিয়ে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

উল্লেখ্য, ইডি ইতিমধ্যেই আদালতে অভিযোগ করেছে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড দুর্নীতির মাধ্যমে ১৪২ কোটি টাকা পেয়েছিলেন। ২০২৩ সালে ন্যশনাল হেরাল্ডের সঙ্গে সম্পর্কিত ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তার আগে পর্যন্ত এই বিরাট পরিমাণ অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহার করছিলেন তাঁরা। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও বিস্ফোরক দাবি করল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement