ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ডামাডোলের মাঝেই এবার খাড়গের গলায় বেদনার সুর! ৫ বছরে অক্লান্ত পরিশ্রম ও লড়াইয়ের পরও তাঁকে মুখ্যমন্ত্রী না করায় হাইকমান্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে অতীতের ক্ষোভ প্রকাশ্যে আনলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি বেঙ্গালুরুর বিজয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের অতীত রাজনৈতিক জীবনের ক্ষোভ, দুঃখ, হতাশা ফুটে উঠল খাড়গের গলায়।
বিধায়ক, সাংসদ, প্রদেশ সভাপতি, সর্বভারতীয় সভাপতি, লোকসভা ও রাজ্যসভার দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে বসলেও কখনও মুখ্যমন্ত্রী হননি মল্লিকার্জুন খাড়গে। তবে মুখ্যমন্ত্রী পদ তাঁর প্রাপ্য ছিল বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি। সালটা ১৯৯৯ দীর্ঘ লড়াইয়ের পর কর্নাটকে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। দলকে ক্ষমতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বর্তমান কংগ্রেস সভাপতি খাড়গে। অতীতের সেই প্রসঙ্গ তুলেই খাড়গে বলেন, “তখন আমি বিরোধী দলনেতা। ৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের দল কর্নাটকে ক্ষমতায় আসে। তবে আমার লড়াইয়ের উপর ভিত্তি করে দল ক্ষমতায় এলেও আমাকে মুখ্যমন্ত্রী করা হয়নি। ওই পদে বসানো হয়েছিল মাত্র ৪ মাস আগে দলে যোগ দেওয়া এসএম কৃষ্ণকে। হাই কমান্ডের সেই সিদ্ধান্ত আমাকে কষ্ট দিয়েছিল।”
ওই অনুষ্ঠানে বেলিমঠ মহাসংস্থার প্রধানকে সম্বোধন করে খাড়গে বলেন, সেই অতীত থেকে তিনি অনেক কিছু শিখেছেন। খাড়গের কথায়, “স্বামীজি আমি পাঁচ বছর কঠোর পরিশ্রম করেছিলাম। অথচ আমার সেই পরিশ্রম বৃথা গেল। এরপরই আমি বিশ্বাস করি, কর্ম করে যাও, ফলের প্রত্যাশা করো না। আপনার মনে কোনও লোভ থাকা উচিৎ নয়। কারণ আপনি যদি লোভ করেন, তবে যা আপনি চাইছেন তা কখনই পাবেন না।” এরপর নিজের বর্ণময় রাজনৈতিক কেরিয়ারের কথা উল্লেখ করে খাড়গে বলেন, “আমি কখনই আমার রাজনৈতিক জীবনে ক্ষমতার পিছনে দৌড়ইনি। শুধু কর্তব্য পালন করেছি। তাই ক্ষমতা আমার কাছে নিজে থেকেই এসেছে।”
উল্লেখ্য, কংগ্রেস সভাপতির এহেন বিবৃতি এমন সময়ে এল যখন মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসের দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া ও শিবকুমারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। হাইকমান্ড পরিস্থিতি সামাল দিলেও দলীয় কর্মী এবং একাধিক বিধায়কের তরফে দাবি উঠেছে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার। ঠিক সেই সময়ে খাড়গের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের দাবি, নিজের জীবনের উদাহরণ তুলে খাড়গে বার্তা দিলেন, লোভ নয়, নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.