Advertisement
Advertisement
PM Modi

‘চিনের বিরুদ্ধে মোদি কড়া পদক্ষেপ করেছেন, হাসিমুখে করমর্দনে’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেসের

অতীতেও কংগ্রেস বারবার দাবি করেছে, চিনের ভয়ে কাঁটা হয়ে থাকেন মোদি।

Congress slam PM Modi handshake with China president Xi Jinping
Published by: Anwesha Adhikary
  • Posted:August 31, 2025 6:22 pm
  • Updated:August 31, 2025 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈরিতা ভুলে চিনা প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ করমর্দন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সেই দৃশ্য দেখেই মোদিকে তুলোধোনা করেছে কংগ্রেস। হাত শিবিরের খোঁচা, ভারতের বিরুদ্ধে চিন যা করেছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী, হাসিমুখে করমর্দন করে!

Advertisement

রবিবার এসসিও বৈঠকের আগেই অনুষ্ঠিত হয় বহুল চর্চিত ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠক। চিনের বন্দর শহর তিয়ানজিনে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। জানা যাচ্ছে, বৈঠকে সীমান্ত, অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুই শক্তির মধ্যে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন মোদি। জানান, আলোচনার শেষে দুই পক্ষই তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

তবে বৈঠকের আগেই হাসিমুখে করমর্দন করেন মোদি-জিনপিং। সেই নিয়েই প্রবল সমালোচনায় সরব হাতশিবির। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘গালওয়ানে আমাদের ২০জন বাহাদুর সেনাকে হত্যা করেছে চিন। অপারেশন সিঁদুরের সময়ে প্রকাশ্যে পাকিস্তানের পাশে থেকেছে। প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে দিয়েছে পাকিস্তানের কাছে। কিন্তু চিনের এই জঘন্য কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছেন নরেন্দ্র মোদি। তিনি হাসিমুখে করমর্দন করেছেন চিনা প্রেসিডেন্টের সঙ্গে।’

উল্লেখ্য, জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, “সীমান্ত সমস্যার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হচ্ছে। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে।” অতীতেও কংগ্রেস বারবার দাবি করেছে, চিনের ভয়ে কাঁটা হয়ে থাকেন মোদি। রবিবারের বৈঠকের পর আবারও সুর চড়িয়েছে হাত শিবির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement