Advertisement
Advertisement
PM Modi

বেসাতি চাপে বন্ধ অপারেশন সিঁদুর! ট্রাম্পের হুমকি নিয়ে মোদির নীরবতাকে তোপ কংগ্রেসের

বাণিজ্য বন্ধের 'হুমকি' দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন বলে দাবি ট্রাম্পের।

Congress slams PM Modi's silence over Donald Trump's claim on ceasefire
Published by: Anwesha Adhikary
  • Posted:May 13, 2025 1:13 pm
  • Updated:May 13, 2025 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্য বন্ধের ‘হুমকি’ দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর অপারেশন সিঁদুর নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ‘বন্ধু’ ট্রাম্পের দাবি নিয়ে টুঁ শব্দটি করেননি তিনি। সেই ‘নীরবতা’ ঘিরে এবার প্রধানমন্ত্রীকে তোপ দাগল কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, ‘সিঁদুর’ নিয়ে ব্যবসা হচ্ছে কেন? ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ?

Advertisement

গত শনিবারও ট্রাম্পের দাবি ছিল তিনিই যুদ্ধবিরতির মধ্যস্ততা করেছেন। বলেছিলেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” তারপর সোমবার তাঁর দাবি, “পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হুঁশিয়ারি দিয়েছিলাম। তাতেই কাজ হয়েছে।” ট্রাম্প স্পষ্ট বলেন, আমিই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। উভয় দেশের সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজন।

যদিও ভারতের তরফে আমেরিকার মধ্যস্থতা নিয়ে কিছুই বলা হয়নি। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ভারতের মারে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তানই। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি। শুরু হয় সংঘর্ষবিরতি। সেই ঘোষণার সময় আমেরিকার প্রসঙ্গই তোলেননি বিদেশসচিব বিক্রম মিসরি। তিনি এবং সেনা আধিকারিকরাও জানিয়েছিলেন, পাকিস্তানই হামলা থামানোর অনুরোধ করেছিল।

কিন্তু সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের লাগাতার দাবির পালটা কেন কিছু বলছে না ভারত? মোদির দীর্ঘ ভাষণের পর এটাই কংগ্রেসের প্রশ্ন। হাত শিবিরের নেতা পবন খেড়ার প্রশ্ন, “সিঁদুর নিয়ে ব্যবসা! এটা কেন হবে? ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না? কাশ্মীর ইস্যুকে বারবার আন্তর্জাতিক মহলে নিয়ে যাচ্ছেন ট্রাম্প। সেই নিয়েও নীরব মোদি।” আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশের প্রশ্ন, ভারত কি তাহলে আমেরিকার মধ্যস্থতা মেনে নিয়ে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement