সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয়গান গেয়েছিলেন বলে বারবার দলের অন্দরেই তোপের মুখে পড়ছেন শশী থারুর। এবার দলের সাংসদের বিরুদ্ধে সুর চড়ালেন পবন খেরা। তিরুঅনন্তপুরমের সাংসদের বইকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন তিনি। দলের অন্দরে এমন ঘটনা নিয়ে পালটা সরব হয়েছেন শশীও।
কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের নেতা হিসাবে আমেরিকায় পৌঁছেছেন শশী থারুর। পানামায় ভারতীয়দের সমাবেশে তিনি বলেন, “কয়েকজন মহিলা কেঁদে কেঁদে জঙ্গিদের অনুরোধ করেছিলেন তাঁদেরও যেন হত্যা করা হয়। কিন্তু জঙ্গিরা বলেছিল এই হামলার কথা সকলকে জানাতে। আমরা সেই মহিলাদের কান্না শুনেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি, যে লাল রঙের সিঁদুর আমাদের মহিলাদের কপাল থেকে মুছে গিয়েছিল, সেই লাল রঙের রক্তই ঝরানো হবে জঙ্গিদের দেহ থেকে।”
কংগ্রেস সাংসদের কথায়, অতীতে কখনও নিয়ন্ত্রণরেখা পেরয়নি ভারত। কার্গিল যুদ্ধের সময়ও এমনটা হয়নি। কিন্তু উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে প্রথমবার সীমান্ত পেরিয়ে প্রত্যাঘাত করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেছেন শশী। তারপরেই দলের অন্দরে ক্ষোভের মুখে পড়েছেন তিনি। হাত শিবিরের নেতা উদিত রাজ বলেন, “উনি তো বিজেপির সুপার মুখপাত্র। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সমর্থনে উনি যত কথা বলেছেন ততটা বিজেপি নেতারাও বলেননি।”
এবার থারুরের ‘দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার’ বইয়ের একটি পংক্তি তুলে ধরেছেন খেরা, যেখানে লেখা রয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক কংগ্রেস আমলেও হয়েছিল কিন্তু সেটা নির্বাচনী ফায়দা তুলতে ব্যবহার করা হয়নি। সেই পৃষ্ঠাটির ছবি পোস্ট করে খেরার কটাক্ষ, ‘যে শশী থারুর এই কথা লিখেছিলেন আমি তাঁর সঙ্গে একমত।’ যেভাবে মোদি সরকারের প্রশংসা করেছেন থারুর, তাতে যথেষ্ট অসন্তুষ্ট কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে এসবে গুরুত্ব দিতে নারাজ শশী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.