ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই শেষ হচ্ছে এবারের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটপর্ব। তার পর বুথফেরত সমীক্ষা তথা এক্সিট পোলের আসর বসবে বিভিন্ন টিভি চ্যানেলে। আর এই ধরনের কোনও বিতর্কেই অংশ নেবে না কংগ্রেস। শুক্রবার এআইসিসির মিডিয়া সংক্রান্ত শাখার ভারপ্রাপ্ত নেতা পবন খেড়া এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছেন। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত হাত শিবিরের?
তিনি লিখেছেন, ‘আসন্ন এক্সিট পোল বিতর্কে অংশগ্রহণ না করার দলের সিদ্ধান্তের বিষয়ে আমাদের বক্তব্য:ভোটাররা তাঁদের ভোট দিয়েছেন। এবং ভোটের ফলাফল মেশিনে বন্দি হয়ে গিয়েছে। ৪ জুন সকলে ফলাফল জানতে পারবেন। কংগ্রেসের মতে, ফলাফল ঘোষণার আগে আলোচনায় অংশ নিয়ে টিআরপি খেলার কোনও যৌক্তিকতা নেই। যে কোনও বিতর্কের উদ্দেশই হল দর্শককে আলোকপ্রাপ্ত করা। কংগ্রেস ৪ জুন থেকে সানন্দে সব বিতর্কে অংশ নেবে।’
आगामी एग्जिट पोल डिबेट्स में पार्टी द्वारा भाग ना लिये जाने के निर्णय पर हमारा वक्तव्य :
मतदाताओं ने अपने मत दे दिया है एवं मतदान के परिणाम मशीनों में बंद हो चुके हैं।
4 जून को परिणाम सबके सामने होंगे। भारतीय राष्ट्रीय कांग्रेस की नज़रों में परिणाम घोषित होने से पहले किसी भी…
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera)
স্বাভাবিক ভাবেই কংগ্রেসের (Congress) এমন ঘোষণা ঘিরে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, আসলে ভোটের আগে হওয়া জনমত সমীক্ষায় কংগ্রেসের পরাজয় নিয়ে মন্তব্য করা হয়েছিল। এবারও সেরকম কিছু ভবিষ্যদ্বাণী হতে পারে এই আশঙ্কা করছে হাত শিবির। আর সেই কারণেই এই ধরনের আলোচনা থেকে সরে থাকতে চাইছে তারা। ৪ তারিখ ফলাফল ঘোষণা হলে সেইমতো বক্তব্য তৈরি রেখে বিতর্কে অংশ নেওয়া যাবে। এমনটাই হয়তো ভাবছেন কংগ্রেস নেতৃত্ব। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত।
প্রসঙ্গত, পবন খেড়াকে এর আগেও ইন্ডিয়া জোট কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলার সময় বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, কিছু সঞ্চালক প্রতি সন্ধ্যায় ঘৃণার দোকান খোলেন। এবার কংগ্রেস জানিয়ে দিল, এই ধরনের আলোচনায় মঙ্গলবারের আগে ঢুকতে রাজি নয় তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.