সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষদিকে বিহারে নির্বাচন। তার আগে নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেসও সেই দিকে তাকিয়েই ‘প্যাডম্যান’ ছবির কথা মাথায় রেখে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ করার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনা থেকেই শুরু হল বিতর্ক। কেন? আসলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি স্যানিটারি প্যাডের বাক্সে দেওয়া থেকেই বিতর্কের সূত্রপাত।
বিজেপির সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাহুল গান্ধীর ছবি স্যানিটারি প্যাডে, এটা বিহারের মানুষদের প্রতি অপমান। কংগ্রেস নারীবিদ্বেষী দল। বিহারের মহিলারা কংগ্রেস ও আরজেডিকে শিক্ষা দেবে।’
বলে রাখা ভালো, মহিলা ভোট টানতে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ধাঁচে ‘মাই বহেন মা যোজনা’র প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস-আরজেডির মহাগঠবন্ধন। এই প্রকল্পে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার ‘মহিলা সংবাদ’ প্রকল্প শুরু করেছে। গ্রামে গ্রামে ঘুরে ২ কোটি মহিলার সঙ্গে সংযোগ তৈরি করাই তাঁদের লক্ষ্য। অর্থাৎ সব মিলিয়ে বিহারের ভোটের আগে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে চাইছে দুই পক্ষই।
এমতাবস্থায় বিহারের ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল হাত শিবিরের তরফে। এই পরিকল্পনার নাম ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’। মূলত মহিলাদের মধ্যে ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতেই এই পরিকল্পনা। বলাই বাহুল্য, এর নেপথ্যে রয়েছে মহিলা ভোটার টানার প্রচেষ্টা। কিন্তু সেই পরিকল্পনা কার্যতই উলটো ফলাফল দিচ্ছে হাত শিবিরকে। বিজেপির মতো বিরোধী দলগুলি সেই বিতর্ককে আরও উসকে দিচ্ছে। এই পরিস্থিতিতে রাহুল বা কংগ্রেসের কোনও নেতা এই বিতর্কে কী বলে সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.