সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনরক্ষকরাই ভাঙলেন আইন! চুরি করার অপারধে এক যুবককে অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাল পুলিশ। স্থানীয় থানার গাড়ির বনেটে বসিয়ে যুবককে ঘোরানোর ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জম্মু ও কাশ্মীরের এই ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি জম্মুর বক্সিনগর এলাকার। স্থানীয় দোকান থেকে ওষুধ কেনার সময় ৪০ হাজার টাকা চুরি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও গ্রেপ্তারের পরিবর্তে যুবকের জামা খুলিয়ে হাতকড়া পরিয়ে একটি গাড়ির বনেটে বসিয়ে জম্মু শহরের রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের গলায় জুতোর মালা পরানো। এখানেই শেষ নয়, এরপর পুলিশকর্মীরা মাইকে ঘোষণা করেন, ওষুধ কেনার নাম করে ৪০,০০০ টাকা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বক্সিনগর থানার স্টেশন অফিসার। সঙ্গে ছিলেন অন্য পুলিশকর্মীরা। স্থানীয় জনতাও ভিড় করে এই নাটক উপভোগ করে। যদিও ভিডিও ভাইরাল হতেই বিপদে পড়েন অভিযুক্ত পুলিশকর্মীরা। পুলিশকর্মীদের ‘অপেশাদার এবং অশোভন’ আচরণে নিন্দার ঝড় ওঠে। নড়চড়ে বসে জম্মু পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকর্মী থেকে সাধারণ মানুষ সকলের বক্তব্য, বেশির ভাগেরই মতে, পুলিশকর্মীদের এ হেন আচরণ ‘অপেশাদার এবং অশোভন’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.