ভারতে অব্যাহত নোভেল করোনা ভাইরাসের দাপট। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০৭৭। মৃত্যু হয়েছে ৭১৮ জনের। মুম্বই, দিল্লি, কলকাতা, ইন্দোর-সহ একাধিক শহরের করোনা পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ হয়ে উঠছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শহরগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বাংলাতেও চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাসের দাপট। এখানে আক্রান্তের সংখ্যা ৩৮৫, মৃত্যু হয়েছে ১৮ জনের। এ নিয়ে আবার কেন্দ্র-রাজ্যের সংঘাত ফের মাথাচাড়া দিয়েছে। ভারতের বাইরে সবচেয়ে বিধ্বস্ত আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ৫০০০০ ছুঁয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ১ লক্ষ ৯০ হাজার ৬৫৪ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.৩০: করোনা রুখতে ১০ দফা নির্দেশিকা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার। সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে নবান্নে বৈঠকের পর সিদ্ধান্ত। নমুনা সংগ্রহের ১২ ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট দিতে হবে। কোনও রোগীকে ফেরাতে পারবে না মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি। রেফারের ক্ষেত্রে অ্যাম্বুল্যান্স দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওয়ার্ডে মৃতদেহ বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। দ্রুতি গাইডলাইন মেনে সরিয়ে ফেলতে হবে। হাসপাতালগুলি নিয়মিত স্যানিটাইজ করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই পরা বাধ্যতামূলক।
রাত ৯টা: গুজরাটে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের, আক্রান্ত ১৯১ জন। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১২৭, মোট আক্রান্ত ২৮১৫।
191 new cases & 15 deaths have been reported in Gujarat in last 24 hours, taking the total number of positive cases to 2815 & deaths to 127 in the state. Out of total cases, 29 patients are on ventilator, 2394 are stable, 265 have been cured: Gujarat Health Department
— ANI (@ANI)
রাত ৮.৪০: রাজস্থানের কোটায় আটকে পড়া ৩২০ পড়ুয়াকে আনতে ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পাঠাল অসম সরকার। রবিবারের মধ্যে তারা অসমে পৌঁছবে।
Assam govt has begun evacuating students stranded in Kota, Rajasthan. 320 students are on their way back to Assam in 18 air-conditioned sleeper buses. They are likely to reach Guwahati tomorrow or on Sunday: Assam State Transport Corporation.
— ANI (@ANI)
রাত ৮টা: পবিত্র রমজান মাসের প্রাক্কালে আলোয় সেজে উঠল দিল্লির জামা মসজিদ।
Delhi: Jama Masjid illuminated ahead of the commencement of the holy month of from tomorrow.
— ANI (@ANI)
সন্ধে ৭.৩০: বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করার জন্য নোডাল অফিসারদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই তালিকার ভিত্তিতে শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
CM Yogi Adityanath has instructed nodal officers to prepare list of UP migrant workers stranded in other states due to lockdown to bring them back. Workers will be kept under quarantine for 14-days before being sent to their homes in respective villages in the state.
— ANI UP (@ANINewsUP)
সন্ধে ৭টা: লকডাউনের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের যাতে অসুবিধা না হয় তাই রমজান মাসে তাঁদের বাড়ি বাড়ি ফলমূল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার আবেদন জানিয়ে সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন সৈয়দ ঘায়রুল হাসান রিজভি।
The National Commission for Minorities Chairperson Syed Ghayorul Rizvi writes to Cheif Secretaries of States/UTs requesting to issue instructions to all District Magistrates to ensure availability of fruits and other essential items during .
— ANI (@ANI)
সন্ধে ৬.৩০: লকডাউনের মধ্যে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ সদ্যোজাতের নাম পুলিশ কনস্টেবল দয়াবীর সিংয়ের নামে রাখলেন প্রসূতি। এমন সম্মান পেয়ে গর্বিত, জানালেন দিল্লি পুলিশের কর্মী।
Delhi: A mother named her newborn baby after the name of a police constable, Dayavir Singh, who took her to hospital for delivery. Dayavir Singh says,”I am happy that I could help her in these times. I feel honoured.”
— ANI (@ANI)
সন্ধে ৬টা: দিল্লির চিড়িয়াখানায় বাঘিনীর অস্বাভাবিক মৃত্যু। করোনা সন্দেহে পরীক্ষার জন্য পাঠানো হল নমুনা।
Tigress dies at Delhi Zoo, sample sent for corona testing at Bareilly
Read Story |
— ANI Digital (@ani_digital)
বিকেল ৫.০২: COVID-19এ রাজ্যে মৃত্যু বেড়ে ১৮। গত ২৪ ঘণ্টা নতুন করে ৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩৮৫। সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যসচিব রাজীব সিনহার। নতুন করে আক্রান্তের খবর মিলেছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকে।
বিকেল ৪.৪৫: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে করোনা আক্রান্ত ৯ বছরের নাবালিকা। এর আগে এই মেয়েটির আত্মীয় আক্রান্ত হয়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন। জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী।
বিকেল ৪.৩০: ফের মাইক হাতে জনতাকে সচেতন করতে পথে নামলেন মুখ্যমন্ত্রী। যাদবপুর 8B বাসস্ট্যান্ড, আনোয়ার শাহ রোডে মাইকিং করলেন।
বিকেল ৪.১০: গত ২৪ ঘণ্টা দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১৬৮৪। সুস্থতার হার ২০.৫৭ শতাংশ। সাংবাদিক বৈঠকে জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
In last 24 hours, 1684 positive cases have been reported which takes our total confirmed case to 23,077. Our recovery rate is 20.57%: Lav Agarwal, Joint Secretary, Health Ministry
— ANI (@ANI)
দুপুর ৩.২৫: IIT, দিল্লির সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। বায়োলজিক্যাল সায়েন্সের তরফে ICMR’এর সঙ্গে গাটছড়া বেঁধে করোনা পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে আলোচনা।
Delhi: Union Human Resource Development Minister Ramesh Pokhriyal today met IIT Delhi Director V. Ramgopal Rao.Researchers at IIT Delhi Kusuma School of Biological Sciences have developed a detection assay for which has been approved by Indian Council of Medical Research
— ANI (@ANI)
দুপুর ১.৪৭: এক বিপদ কাটার আগেই ফের অশনি সংকেত বাঙালি বিজ্ঞানীদের। বর্ষার মরশুমে দেশে দ্বিতীয়বারের জন্য আঘাত হানতে পারে নোভেল করোনা ভাইরাস। সতর্কবাণী বাঙালি গবেষক সমিত ভট্টাচার্যের।
দুপুর ১২.৫০: মুখ্যমন্ত্রীকে আরও কড়া ভাষায় পালটা চিঠি রাজ্যপালের। ‘আপনার মুসলিম তোষণ নির্লজ্জের পর্যায় পৌঁছে গিয়েছে’, দীর্ঘ চিঠিতে একাধিকবার এ নিয়ে আক্রমণ জগদীপ ধনকড়ের। টুইটারে চিঠিটি পোস্টও করেন তিনি।
Sent response to her communication.
Hope good sense prevails now and all move in togetherness to deal with the challenges state is facing so that people in deep distress get some solace.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
দুপুর ১২.২০: বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিণী চৌবে। করোনা পরিস্থিতি নিয়ে চলছে আলোচনা।
Delhi: Union Health Minister Dr. Harsh Vardhan and MoS (Health and Family Welfare) Ashwini Choubey hold a meeting via video conferencing with State health ministers, to review actions on COVID19 management.
— ANI (@ANI)
বেলা ১১.৫০: পশ্চিম বর্ধমানে করোনার বলি এক। আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লার কে টি রোডের বাসিন্দা ৫৯ বছরের এক বৃদ্ধার মৃত্যু হল দুর্গাপুরের হাসপাতালে। বৃহস্পতিবার বিকালে তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে ‘ডেডিকেটেড কোভিড’ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বলে খবর। রাতেই মৃতের পরিবারের ৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে।
বেলা ১১: পঞ্চায়েতীরাজ দিবসে দেশের সমস্ত পঞ্চায়েত প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। চালু হল দুটি নতুন প্রকল্প। ই-গ্রাম স্বরাজ নামের অ্যাপ উদ্বোধন মোদির। পঞ্চায়েতের কাজে সহজে করা যাবে অ্যাপের মাধ্যমে।
PM Modi interacts with Sarpanchs from across the nation via video conferencing
— ANI (@ANI)
সকাল ৯.৫৭: ভারতে বেড়াতে এসে আটকে পড়া ৩৬০০ জন ব্রিটিশকে দেশে ফেরাতে ১৪টি নতুন চার্টার্ড বিমান ছাড়া হচ্ছে। ভারতকে জানিয়ে দিল ব্রিটিশ হাইকমিশন।
3,600 more stranded British travellers set to return from India on 14 new flights chartered by UK Govt. Once completed, these additional flights will bring the total number of people flown to UK from India on Govt charter flights to over 13,000: British High Commission in India
— ANI (@ANI)
সকাল ৯.৩০: শেয়ার মার্কেটে পতন অব্যাহত। সেনসেক্স পড়ল ৪০৪.৬৪ পয়েন্টে। নিফটির সূচক ৯১৮১.৬৫।
Sensex opens 404.64 points lower; Nifty opens at 9,181.65
— ANI (@ANI)
সকাল ৮.৫৫: ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১৮। আক্রান্তের সংখ্যা একলাফে ২১,৭০০ থেকে বেড়ে ২৩০৭৭। টুইটারে পরিসংখ্যান দিল স্বাস্থ্য মন্ত্রক।
– 1684 new cases and 37 deaths in 24 hours: Union Health Ministry
— ANI (@ANI)
সকাল ৮.৪০: করোনা আক্রান্ত মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওহাদ। তবলিঘি জামাতের উদ্দেশে অভিযান চালানো এক পুলিশকর্তার থেকে তাঁর সংক্রমণ বলে ধারণা।
সকাল ৮.৩৩: ভারতে হাইড্রক্সিক্লোরোকুইনের উৎপাদন বাড়ছে। এক মাসে ৩৫ থেকে ৪০ কোটি ট্যাবলেট তৈরি হচ্ছে। এই তথ্য দিয়ে ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দাবি, হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও অভাব ঘটবে না।
Our current production capacity of Hydroxychloroquine is 35-40 Cr tablets a month. This is 10 times more than our requirement. There is no shortage of HCQ in India: Viranchi Shah, Chairman, Indian Drug Manufacturers’ Association, Gujarat chapter
— ANI (@ANI)
সকাল ৮.২২: লকডাউনে দেশের অর্থনীতি নিয়ে আলোচনা। নির্মলা সীতারমণের সঙ্গে আজ বৈঠক করবেন নরেন্দ্র মোদি। আর্থিক প্যাকেজ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।
সকাল ৮.০৮: হোম কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘন। উত্তরকাশীতে ৬ মাস এবং ৩ বছর বয়সী দুই শিশু-সহ মোট ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
সকাল ৭.৩৪: করোনা মোকাবিলায় ৪৮০০০ কোটি ডলার অনুদানে সায় দিল ট্রাম্প প্রশাসন।
সকাল ৭: আমেরিকায় আরও দীর্ঘ মৃত্যুমিছিল। গত ২৪ ঘণ্টায় সেদেশে করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩১৭৬ জনের। এনিয়ে মৃতের সংখ্যা ছুঁল ৫০ হাজার। পরিসংখ্যান দিল জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা।
United States records 3,176 deaths in 24 hours; total fatalities near 50,000: AFP news agency quoting Johns Hopkins tally
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.