করোনার গ্রাসে গোটা বিশ্ব। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। ইটালি ছাড়িয়ে মারণ জীবাণুর ভরকেন্দ্র এখন আমেরিকা। মার্কিন মুলুকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯২০ জনের। গোটা দুনিয়ায় মৃতের সংখ্যা এক লক্ষ ছাপিয়ে গিয়েছে। মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাধিক দেশ। বিশ্বে আক্রান্ত প্রায় ১৭ লক্ষ মানুষ। ভারতেও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩। মোট আক্রান্ত ৮,৩৫৬। সেরে উঠেছেন ৭১৬ জন। এদিকে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৯৫ জন। মৃত্যু হয়েছে ৫ জনের (রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী)। করোনা সংক্রান্ত আপডেট:
রাত ৯: রাজ্যে বাধ্যতামূলক হতে চলেছে ফেস মাস্ক। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দপ্তর। এন৯৫ বা সার্জিক্যাল মাস্ক না হলেও, কাপড়ের মাস্কে মুখ ঢেকে বাড়ির বাইরে বেরতে হবে।
সন্ধে ৮.৫৫: পরিষেবা দিতে এমআর বাঙুরে পাঠানো হল ৭ চিকিৎসককে। তাঁরা সকলে এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসক। রয়েছেন চেস্ট মেডিসিনের ২ জন, ২ জন হৃদরোগ বিশেষজ্ঞ এবং একজন নেফ্রোলজিস্ট।
সন্ধে ৮.৩০: লকডাউন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই চলবে উত্তরপ্রদেশ, জরুরি বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জানালেন যোগী আদিত্যনাথ।
সন্ধে ৮.২৫: কর্ণাটকে করোনামুক্ত ৭০ বছরের এক মহিলা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ ফিরলেন বাড়ি।
A 70-year-old positive woman recovered and has been discharged today. 7 patients recovered and discharged in Dakshina Kannada till date. Total number of active cases in the district has decreased to 5 now: Sindu B Rupesh, Deputy Commissioner, Dakshina Kannada.
— ANI (@ANI)
সন্ধে ৮.১৯: ব্রিটেনে করোনায় মৃতের সংখ্য়া ছাড়াল ১০ হাজার।
সন্ধে ৭.২৮: রাজস্থানের সমস্ত স্কুল বন্ধ ৩১ মে পর্যন্ত। ঘোষণা প্রশাসনের।
সন্ধে ৭.১৮: দিল্লিতে সংক্রামক এলাকার ( Containment Zones) সংখ্যা ৪৩, আরও বাড়ল নজরদারি।
সন্ধে ৬.১০: করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০, ডাউনিং স্ট্রিট সূত্রে খবর। আতঙ্কের মাঝে স্বস্তি ইংল্যান্ডে।
UK Prime Minister Boris Johnson discharged from hospital reports AFP quoting Downing Street (File pic)
— ANI (@ANI)
বিকেল ৫.২৫: মধ্যমগ্রামে করোনা আক্রান্ত কাউন্সিলরের গাড়িচালকের রিপোর্ট পজিটিভ। বারাসতের কাছে এক বেসরকারি হাসপাতালে তিনি ভরতি। কাউন্সিলরের সংস্পর্শে থাকা ১৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়েছিল। গাড়িচালক বাদে সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে।
বিকেল ৪.৪৫: দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮,৩৫৬। গত ২৯ মার্চ এই সংখ্যাটা ছিল ৯৭৯। এঁদের মধ্যে ২০ শতাংশ রোগীকে আইসিইউতে রেখে চিকিৎসা করলেই হবে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
On March 29, we had 979 positive cases,now we’ve 8356 positive cases; of these 20% cases need ICU support. So, today too 1671 patients need oxygen support&critical care treatment. This figure is imp to show that govt is planning things in being over prepared: Health Ministry
— ANI (@ANI)
বিকেল ৪টে: লকডাউন ভাঙার অপরাধে কলকাতায় গ্রেপ্তার ২৬৭ জন।
267 people arrested for deliberate violation of safety restrictions today (till 12 pm): Kolkata Police
— ANI (@ANI)
দুপুর ৩টে: রাজস্থানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৯৬।
96 new cases have been reported today including 35 from Jaipur and 11 from Tonk. Total positive cases rise to 796: Rajasthan Health Department.
— ANI (@ANI)
দুপুর ২.৩০: স্পেনে ফের বাড়ল মৃত্যুর হার। ২৪ ঘণ্টায় মৃত ৬১৯।
Spain’s daily toll rises again with 619 deaths: AFP news agency
— ANI (@ANI)
দুপুর ২টো: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে বসেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-সহ অন্য নেতারা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৯। মৃত ১।
Assam Chief Minister Sarbananda Sonowal chairs an all-party meeting over situation in the state, in Guwahati. 29 cases of coronavirus including one death have been reported in the state.
— ANI (@ANI)
দুপুর ১.৩০: পুলিশকর্মীদের উৎসাহ দিতে ওয়্যারলেসে ‘হাম হোঙ্গে কামইয়াব’ গাইলেন আইজি বিবেক শর্মা।
Madhya Pradesh: Inspector-General of Police Vivek Sharma sings “Hum honge kaamyaab” & gives a message to encourage the Police personnel who are carrying out their duties in Indore, amid .
Total positive cases in Indore has risen to 298, death toll 32.
— ANI (@ANI)
দুপুর ১টা: সংক্রমণ ছড়াতে পারেন পরিযায়ী শ্রমিকরা। রিপোর্ট আশঙ্কা প্রকাশ বিশ্ব ব্যাংকের।
বেলা ১২.৩০: মুম্বই-সহ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৯৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৩৪ জন।
134 new positive cases reported in Maharashtra today – Mumbai 113, Raigad, Amravati, Bhiwandi, Pimpri-Chinchwad 1 each, Pune 4, Mira Bhayandar 7 and Navi Mumbai, Thane & Vasai Virar 2 each. The total positive cases in the state rise to 1895: State Health Department
— ANI (@ANI)
বেলা ১২.১৫: মোট ৩৩টি এলাকাকে সংক্রামক বলে চিহ্নিত করল দিল্লি সরকার। মোতায়েন রয়েছে কড়া প্রহরা।
Delhi government has declared a total of 33 containment zones in the national capital, to prevent the spread of . Visuals from Deoli Extension which has also been identified as a Containment zone.
— ANI (@ANI)
বেলা ১২টা: পাতিয়ালায় লকডাউন ভাঙার অপরাধে পুলিশকর্মীদের সঙ্গে ধুন্ধুমার আইন ভঙ্গকারীদের। দুষ্কৃতীরা এক পুলিশ আধিকারিকের হাতের পাঞ্জা কেটে দেয়। গুরুতর জখম অবস্থায় ওই এএসআই হাসপাতালে ভরতি। এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ASI Harjeet Singh whose hand was cut-off in an attack by a group of Nihangs at Sabzi Mandi, in Patiala (Punjab) today, is undergoing surgery at PGI Chandigarh. As per Punjab Special Secreatry KBS Sidhu, 7 people have been arrested in connection with the incident.
— ANI (@ANI)
সকাল ১১.১৫: গুজরাটে আটকে থাকা প্রায় ৯০০ ব্রিটিশ নাগরিককে ফেরানো হচ্ছে ব্রিটেনে।
সকাল ১১টা: মাস্ক ছাড়া রাস্তায় সাইক্লিং করার জন্য বসন্ত বিহারে উরুগুয়ের এক মহিলাকে আটকায় দিল্লি পুলিশ। ওই মহিলার সঙ্গে বচসা হয় পুলিশ কর্মীদের। পরে জানা যায় ওই মহিলা উরুগুয়ের দূতাবাসের একজন আধিকারিক।
A woman from Uruguay was stopped by Police yesterday at Paschimi Marg in Vasant Vihar as she was cycling without wearing a pair of gloves or mask. She started arguing with Police and noted down the name of Police officer who asked her to wear gloves and mask: Delhi Police
— ANI (@ANI)
সকাল ১০.৪৫: নেপালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২।
3 Indian nationals, who were placed under quarantine in Birgunj of Nepal’s Parsa district, have tested positive for . Total number of positive cases in Nepal rises to 12: Nepal Health Ministry official
— ANI (@ANI)
সকাল ১০.৩০: পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়াল।
সকাল ৯.৪৫: মুম্বইয়ের ধারাভি বসতিতে আরও ১৫ জন করোনা পজিটিভ। কড়া নিরাপত্তা বেষ্টনীতে এলাকা মুড়ে ফেলেছে মুম্বই পুলিশ।
Maharashtra: 15 new positive cases have been reported in Dharavi area of Mumbai. A total of 43 cases and 4 deaths have been reported here so far.
— ANI (@ANI)
সকাল ৯.৩০: পাটনা মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন এক করোনা আক্রান্ত রোগী। ৭২ বছরের মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
A 72-year-old woman, possibly infected with , has managed to escape from Patna Medical College & Hospital (PMCH). PMCH admn has given written info to Police & investigation has begun. Test results of the woman, a resident of Siwan, is awaited: PMCH official
— ANI (@ANI)
সকাল ৮.৫০: গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ৩৪ জন, আক্রান্ত ৯০৯। আক্রান্তের সংখ্যা ভারতে বেড়ে দাঁড়াল ৮,৩৫৬। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
34 deaths and 909 new cases reported in last 24 hours; India’s total number of positive cases rises to 8356 (including 7367 active cases, 716 cured/discharged/migrated and 273 deaths): Ministry of Health and Family Welfare
— ANI (@ANI)
সকাল ৮.৩০: কাশ্মীরের বুদগাম জেলার শেখপুরাতে একটি মেডিক্যাল টিমকে পণবন্দি করে রাখার অভিযো। পুলিশ বাহিনী ঘটনাস্থলে তাঁদের উদ্ধার করতে গেলে পাথর ছোঁড়া হয় বলে জানা গিয়েছে। তিনজন পুলিশকর্মী ঘটনায় জখম হয়েছেন। বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
J&K: FIR registered under multiple sections of IPC, after a medical team was kept hostage inside a house in Sheikhpora, Wathoora village of Budgam Dist. Police say that a team was rushed to the spot to rescue them but stones were pelted on them which injured 3 police personnel.
— ANI (@ANI)
সকাল ৮টা: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৪৪৪ জন নাগরিক বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি থেকে মেলবোর্নে পাড়ি দিলেন। তাঁদের ফেরার ব্যবস্থা করে অস্ট্রেলিয়ার হাই কমিশন।
444 people (430 Australian citizens, permanent residents and family; 14 New Zealand citizens) took off on a charter flight from Delhi for Melbourne. The flight was organised by a group of Australians led by Simon Quinn: Australian High Commission, India
— ANI (@ANI)
সকাল ৭.৩০: মৃত্যুর সংখ্যায় ইটালিকেও ছাপিয়ে গেল আমেরিকা। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে ১,৯২০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল।
United States death toll passes 20,000, according to Johns Hopkins: AFP news agency
— ANI (@ANI)
সকাল ৭.১৫: করোনা আক্রান্ত হয়ে চেন্নাইয়ে মৃত্যু ইন্ডিগো এয়ারলাইন্সের এক কর্মীর। শোকপ্রকাশ করেছে বিমান সংস্থা।
We are extremely sorry and saddened by the demise of one of our employees in Chennai due to infection of . We are providing all support to the family and stand with them at this hour of deep grief: IndiGo Statement
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.