ভারতে ক্রমশ জোরাল হচ্ছে করোনার দাপট। আরও ভয়াবহ হয়ে মানুষের শরীরে বাসা বাঁধছে জীবাণু। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। গত দেড় দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই হার চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। পরিস্থিতি কিছুতেই বাগে আসছে না। সময়ের সঙ্গে সঙ্গ প্রকট হচ্ছে করোনা বিপর্যয়ের ছবিটা। করোনার বলি এখনও পর্যন্ত ৫। আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বাইরে থেকে আসা বিদেশিদের থেকেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে বলে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে। এ রাজ্যে আক্রান্ত তিনজন বিদেশ ফেরত। কিন্তু রাতে আরও এক আক্রান্তের হদিশ মেলে, যাঁর বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। দেশেও দুজনের হদিশ মিলেছে যাদের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। এরপরেই আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রাত ৮.৩৬: “যিনি যে শহরে আছেন, সেখানে থাকুন। অন্য কোথাও যাওয়া থেকে বিরত থাকুন।” জনতা কার্ফুর আগে দেশের নাগরিকদের কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
कोरोना के भय से मेरे बहुत से भाई-बहन जहां रोजी-रोटी कमाते हैं, उन शहरों को छोड़कर अपने गांवों की ओर लौट रहे हैं। भीड़भाड़ में यात्रा करने से इसके फैलने का खतरा बढ़ता है। आप जहां जा रहे हैं, वहां भी यह लोगों के लिए खतरा बनेगा। आपके गांव और परिवार की मुश्किलें भी बढ़ाएगा।
— Narendra Modi (@narendramodi)
রাত ৮.২৭: করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতাল ভরতি ছিলেন এক মহিলা। পরে ভাঙড় থানার পুলিশ ও নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা আবার হাসপাতালে ফিরিয়ে আনেন।
রাত ৮.২০: সোমবার স্রেফ কিছু নির্দিষ্ট সময় দিল্লিতে মেট্রো চলবে।
সন্ধে ৭.৪৮: রাজ্যে করোনায় আক্রান্ত আরও এক প্রৌঢ়। তিনি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভরতি। দমদমের ওই বাসিন্দার বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। ফলে কীভাবে তিনি আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই মনে করছেন চিকিৎসকেরা।
সন্ধে ৭.৪৫: তেলেঙ্গানায় আরও দুজনের দেহে মিলল করোনার জীবাণু
সন্ধে ৭.৩৫: রাজ্যের আরও এক আইপিএস ও আমলার ছেলেকে কোয়ারেন্টাইনে পাঠানো হল।
সন্ধে ৬.৩৬: কেরলে আরও ১২ জনের দেহে মিলল জীবাণু
বিকেল ৫.৫৫: বসুন্ধরা রাজের দেহে করোনার জীবাণু মেলেনি।
বিকেল ৫.৫০: পরিচ্ছন্ন করা হল সংসদ চত্বর।
Delhi: Parliament premises being cleaned and sanitized, in the wake of outbreak.
— ANI (@ANI)
বিকেল ৫.৩৯: ইটালিতে সেনা নামিয়ে লকডাউন কার্যকর করার ভাবনা প্রশাসনের।
বিকেল ৫: তামিলনাডুতে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা ৩১০ পেরলো।
বিকেল ৪.৩২: দিল্লির আশ্রয় শিবিরগুলিতে বিনামূল্যে খাবার বিতরণ কেজরিওয়াল সরকারের।
বিকেল ৪.২০: বাংলাদেশের আরেক করোনা আক্রান্তের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২। আক্রান্তের সংখ্যা ২৪।
বিকেল ৪: সতর্কতামূলক ব্যবস্থা নিতে বেলেঘাটা আইডি হাসপাতালে র ভিজিটিং আওয়ারস পরিবর্তিত। আত্মীয়দের জমায়েত এড়াতে আলাদা সময়ে বিভিন্ন বিভাগের ভিজিটিং আওয়ারস স্থির করা হয়েছে।
বিকেল ৩.৪৫: ওড়িশার ৫টি রাজ্য লকডাউন করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের।
বিকেল ৩.৪০:তেলেঙ্গানায় আরও দু’জনের শরীরে করোনার জীবাণু, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯৮।
বিকেল ৩.২৬: জনতা কারফিউ না মানলে জরিমানা নয়, জানাল দিল্লি পুলিশ।
বিকেল ৩.০৬: বন্ধ লেক মল-সহ কলকাতার একাধিক শপিং মল, চিড়িয়াখানা, মাসাজ পার্লার, নাইট ক্লাব, রেস্তরাঁ, পাব। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
দুপুর ২.৫৭: বৃন্দাবন মন্দির বন্ধ করে দেওয়া হল ৩১ মার্চ পর্যন্ত।
দুপুর ২.৩০: রবিবার, ‘জনতা কারফিউ’এ নিয়ন্ত্রিত সরকারি-বেসরকারি বাস পরিষেবা। জানাল বাস মালিক সংগঠন। রাজ্যজুড়ে ২০০০ বাস চলবে বলে জানা গিয়েছে। কলকাতায় বাস পরিষেবা স্বাভাবিক থাকবে, আন্তঃজেলা বাস চলাচল বন্ধ।
দুপুর ২.০৬: করোনা আতঙ্কে রামনবমীর মিছিল স্থগিত রাখার ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যজুড়ে দু’শোর বেশি মিছিল হওয়ার কথা ছিল। সবই বাতিল করে দেওয়া হল।
দুপুর ১.৫৫: ‘জনতা কারফিউ’এ কলকাতা মেট্রো পরিষেবা অব্যাহত থাকবে। তবে রবিবার ১২৪টি ট্রেনের বদলে চলবে মাত্র ৫৪টি ট্রেন। আধঘণ্টা পরপর মিলবে পরিষেবা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মেট্রো কর্তৃপক্ষ।
দুপুর ১.৩০: কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়ায় তেলেঙ্গানায় রাজধানী এক্সপ্রেস থেকে নামিয়ে দেওয়া হল দিল্লির এক দম্পতিকে।
দুপুর ১.১৮: নতুন করে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ১১ জন। এ নিয়ে দেশে করোনা পজিটি ২৮৫।
দুপুর ১: করোনা আতঙ্কে স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১৫ এপ্রিল পর্যন্ত হবে না কোনও পরীক্ষা। তিনটি পরীক্ষা বাকি। তা কবে হবে, পরে সেই দিন স্থির হবে। বোর্ড পরীক্ষা স্থগিত থাকবে একাদশ শ্রেণিরও।
দুপুর ১২.৩০: সামান্য সাবধানতাই অনেককে বাঁচাতে পারে। ফের ভিডিও বার্তা নরেন্দ্র মোদির।
Minute precautions can make monumental impacts and save many lives.
Saw this interesting video on social media. If you have such videos that can educate people and spread awareness on battling COVID-19, please do so using .
— Narendra Modi (@narendramodi)
দুপুর ১২.০৭: অমৃতসরের স্বর্ণ মন্দির বন্ধ হচ্ছে না। ঘোষণা মন্দির কর্তৃপক্ষের। করোনা রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বেলা ১১.৫২: বালিগঞ্জের করোনা আক্রান্তের মা,বাবার শরীরেও করোনা উপসর্গ। রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেলেঘাটা আইডি’তে স্থানান্তর, শুরু পরীক্ষা।
বেলা ১১.৪২: করোনা মোকাবিলায় বিশিষ্ট ধনকুবের জ্যাক মা দক্ষিণ এশিয়ার দেশগুলিকে জরুরি সাহায্য়ের কথা ঘোষণা করলেন। টেস্ট কিটস, মাস্ক, ভেন্টিলেটর, থার্মোমিটার-সহ একাধিক সামগ্রী পাঠাচ্ছেন তিনি।
Go Asia! We will donate emergency supplies (1.8M masks, 210K test kits, 36K protective suits, plus ventilators & thermometers) to Afghanistan, Bangladesh, Cambodia, Laos, Maldives, Mongolia, Myanmar, Nepal, Pakistan & Sri Lanka. Delivering fast is not easy, but we’ll get it done!
— Jack Ma (@JackMa)
বেলা ১১.৩৮: রোমে আটকে থাকা ভারতীয়দের আনতে বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। আজ দুপুরেই রওনা।
বেলা ১১.৩০: বেলেঘাটা আইডি হাসপাতালে আক্রান্তদের ঘর পরিষ্কার করার পর অসুস্থ সাফাইকর্মী। তাঁকে তড়িঘড়ি আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়।
বেলা ১১.২৬: দিনমজুরদের জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করা হোক, করোনা পরিস্থিতিতে রাজস্থান সরকারের কাছে দাবি সমাজকর্মীদের।
বেলা ১১.১৮: করোনা আতঙ্কে শাট ডাউন মুম্বইতে। যাতে সকলে দ্রুত মুম্বই ছাড়াতে পারেন, তার জন্য রেলের কাছে বাড়তি ট্রেন পরিষেবা দেওয়ার আরজি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর।
বেলা ১১: বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে বাড়ছে শয্যা সংখ্যা। নবান্নের নির্দেশে আরও ১০০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।
সকাল ১০.৩৩: স্পেন, ফ্রান্সে লাফিয়ে বাড়ছে মৃত্যু। ফ্রান্সে একদিনে করোনার বলি ৭৮ জন, স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল হাজার।
সকাল ১০.১৬: উত্তরপ্রদেশ, নয়ডায় বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সকাল ১০: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭১।
সকাল ৯.৪৫: তেলেঙ্গানায় কোয়ারেন্টাইন থেকে পালিয়ে মহাধুমধামে বিয়ে করলেন এক তরুণ। নিমন্ত্রিতের সংখ্যা হাজার। দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সমালোচিত।
সকাল ৯.৩৪: বাড়িতে প্রার্থনা করুন, ধর্মীয় স্থানে যাওয়ার দরকার নেই। রাজ্যবাসীকে পরামর্শ জম্মু-কাশ্মীর সরকারের।
Jammu and Kashmir: Authorities shut markets in Srinagar as a measure to control the spread of . Four people have tested positive for Coronavirus in the Union Territory
— ANI (@ANI)
সকাল ৯.৩০: মন্ত্রীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিল উত্তরপ্রদেশের যোগী সরকার।
সকাল ৯.২৩: বিপদসীমার বাইরে নেই যুব প্রজন্মও। তরুণ সম্প্রদায়ের উদ্দেশে সতর্কবার্তা দিলেন WHO’র প্রধান টেডরোজ।
সকাল ৯.১০: করোনা আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের এক আত্মীয়ের কানপুরের আবাসন আইসোলেট করা হল।
সকাল ৯: ফিলিপিন্সের ভারতীয় দূতাবাসের তরফে জারি করা হল নিষেধাজ্ঞা।
Embassy of India in the Philippines issues advisory for Indians in the Philippines.
— ANI (@ANI)
সকাল ৮.৫২: শ্রীলঙ্কা থেকে ফিরে গুজরাটের ভাদোদরায় করোনা পজিটিভ ৫২ বছরের এক ব্যক্তি।
সকাল ৮.৫০: ২০২০’এর অলিম্পিক পিছোতে রাজি নয় IOC. জল্পনা খারিজ করে দিলেন সংস্থার প্রেসিডেন্ট।
সকাল ৮.৪৩: বিভিন্ন রাজ্যে বাতিল হচ্ছে ট্রেন, কাটছাঁট বিমান পরিষেবাতেও।
সকাল ৮.৩৫: হোয়াইট হাউসে করোনার থাবা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মীর শরীরে করোনা পজিটিভ। তবে ট্রাম্প নিরাপদেই।
সকাল ৮.৩০: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫।
সকাল ৮.২৫: দিল্লিতে করোনা পজিটিভ ২০ জন।
সকাল ৮.২২: দেরাদুনের সমস্ত হোটেল বন্ধ করে দেওয়া হল অনির্দিষ্টকালীন।
সকাল ৮.১০: চিনে নতুন করে ৪১ জনের শরীরে করোনার জীবাণু। সকলেই বাইরে থেকে চিনে গিয়েছেন, জানাল সে দেশের স্বাস্থ্য বিভাগ।
সকাল ৮: রাজ্যে আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাস। স্কটল্যান্ড ফেরত এক ছাত্রী অসুস্থ হওয়ায় তাঁকে COVID-19 পরীক্ষা করানো হয়। নাইসেডে নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তিনি করোনা পজিটিভ। বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশেন ওয়ার্ডে ভরতি তিনি।
সকাল ৭.৪৮: ইটালিতে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা প্রায় ৬৫০। মৃত্যু ছাড়াল চার হাজার। চিনের পর করোনার সর্বোচ্চ বলি ইটালিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.