করোনার গ্রাসে গোটা বিশ্ব। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাধিক দেশ। ইটালি ছাড়িয়ে মারণ জীবাণুর ভরকেন্দ্র এখন আমেরিকা। মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে প্রায় ১৭৮৩ জনের। গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ১৬ লক্ষ মানুষ। ভারতেও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬। মোট আক্রান্ত ৬৭৬১। সেরে উঠেছেন ৫০৪ জন। এদিকে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৮৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের (রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী)। করোনা সংক্রান্ত আপডেট:
রাত ৯: করোনা থেকে সম্পূর্ণ সুস্থ। কেরলের কাসারগড়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ১৭ জন। খুশির হাওয়া পরিবারে।
: 17 COVID19 patients who have now fully recovered were discharged from Kasaragod hospital today.
— ANI (@ANI)
সন্ধে ৭.৪৫: দেশে করোনায় মৃতের সংখ্যা ২০৬, আক্রান্ত ৬৭৬১। সাম্প্রতিক পরিসংখ্য়ান দিল স্বাস্থ্য মন্ত্রক।
সন্ধে ৭: বিপদের দিনে সকলের পাশে থাকার চেষ্টা। স্পেন, জার্মানি, ব্রাজিলেও করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করবে ভারত।
সন্ধে ৬.৫০: উত্তরপ্রদেশের কোয়ারেন্টাইন সেন্টার ১০ মাসের এক শিশুর মৃত্যু। উসকা বাজারের প্রাইমারি স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন।
সন্ধে ৬.৩৭: করোনা চিকিৎসায় জীবাণু গবেষণাকেন্দ্রের জন্য ৫৫০ কোটি টাকা অর্থসাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
সন্ধে ৬.১৫: হাসপাতালের সুপার নিজেই করোনায় আক্রান্ত। ফলে ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য দপ্তর। আপাতত হাওড়া জেলা হাসপাতালে রোগী ভরতি বন্ধ রাখার সিদ্ধান্ত। এছাড়া করোনা সংক্রমণের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল হাওড়ার বৃহত্তম বাজার সালকিয়ার হরগঞ্জ বাজার।
বিকেল ৫টা: ওড়িশার পথে হেঁটে দ্বিতীয় রাজ্য হিসাবে লকডাউনের সময়সীমা বাড়াল পাঞ্জাব। শুক্রবার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘোষণা করেছেন, লকডাউনের সীমা ১ মে পর্যন্ত বাড়ানো হল পাঞ্জাবে।
Punjab extends lockdown/curfew in the state till May 1st
— ANI (@ANI)
বিকেল ৪.৩০: দেশে এই মুহূর্তে করোনা মোকাবিলায় প্রয়োজন ১ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু তুলনায় তিনগুণ বেশি ওষুধ মজুত রয়েছে দেশে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
We have a domestic requirement of 1 crore hydroxychloroquine tablets while we have 3.28 crore hydroxychloroquine tablets available now: Lav Agrawal, Joint Secretary, Ministry of Health
— ANI (@ANI)
বিকেল ৪টে: গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জন COVID-19 পজিটিভ, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে মোট আক্রান্ত ৬,৪১২। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৯।
দুপুর ৩.৪০: তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত ৬৪ জন বিদেশি ধর্ম প্রচারক, সংগঠনের সঙ্গে যুক্ত ১০ জন ভারতীয় এবং তাঁদের থাকার ব্যবস্থা করেছিল এমন ১৩ জনকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ। তাঁদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
The 64 foreign members of Tablighi Jamaat, 10 Indians linked to the organisation, & 13 others who arranged their accommodation in Bhopal have now been moved to a quarantine after FIRs were lodged against them.
— ANI (@ANI)
দুপুর ৩.৩০: করোনা মোকাবিলায় রাজ্যে চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে ত্রিপুরায় এসমা (ESMA) জারি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
Tripura: To better manage outbreak, the state Government has implemented the Essential Services Management Act (ESMA).
— ANI (@ANI)
দুপুর ৩টে: মুম্বইয়ের দাদরের শুশ্রূষা হাসপাতালের সমস্ত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হল। ওই হাসপাতালের দুজন নার্সের রিপোর্ট পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। আগামী ৪৮ ঘণ্টা কোনও রোগীকে ভরতি বা ডিসচার্জ না করার নির্দেশ।
Shushrusha Hospital has also been asked to get all quarantined nurses tested, BMC will take a call on shifting these nurses to some other hospital once their test results come: BMC
— ANI (@ANI)
দুপুর ২.৩০: বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য পরিবহণের বন্দোবস্ত করার অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।
Adhir Ranjan Chowdhury, leader of Congress party in Lok Sabha, writes to PM Narendra Modi, urging him to arrange ferrying migrant labourers to their home or at a nearest point from where their respective States would assure them safe return to their homes.
— ANI (@ANI)
দুপুর ২টো: নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সমাবেশের সঙ্গে যোগ রয়েছেন এমন ৬৫১ জন দিল্লি থেকে পাঞ্জাবে এসেছিলেন। তাঁদের মধ্যে ৬৩৬ জনের হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
As of today we have 651 people who came to Punjab from Nizamuddin, Delhi. We have traced 636 of them, 15 are still untraceable and we are looking for them: Punjab Chief Minister Captain Amarinder Singh
— ANI (@ANI)
দুপুর ১.১০: এবার ভোপালে আক্রান্ত দুজন চিকিৎসক। শহরে নতুন করে আক্রান্ত ১৪ জন।
দুপুর ১টা: রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এবার তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করলেন, মানবিকতার খাতিরে পড়ুয়াদের ফি যেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্থগিত বা মকুব করা হয়।
In view of lockdown&associated economic stress for , Odisha Govt advises private educational institutes to be sympathetic to consider reduction/deferment of fees from April to June. It will help parents whose income is adversely affected: Chief Minister’s Office, Odisha
— ANI (@ANI)
বেলা ১২.৩০: বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করানো এবং করোনা পজিটিভ চিহ্নিতকরণ করাক কেন্দ্রীয় সরকার। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল পিটিশন।
A petition has been filed in Supreme Court seeking its direction to the Govt of India to carry out mass house-to-house tests for identification, treatment of infected persons in hotspot cities & to contain its spread in the country.
— ANI (@ANI)
বেলা ১২টা: রাজ্যে করোনা টেস্ট এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর অনুরোধ জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
Congress General Secretary Priyanka Gandhi Vadra has written a letter to Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, suggesting ways to increase the facilities for testing and treatment of and to control the spread of the pandemic in the state.
— ANI UP (@ANINewsUP)
বেলা ১১.৩০টা: মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে COVID-19 আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত ১,৩৮০।
Maharashtra: 16 new positive cases have been reported in the state today, taking the total number of positive cases in the state to 1380.
— ANI (@ANI)
সকাল ১১টা: সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের বেলা ১২টা নাগাদ সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষবর্ধন।
সকাল ১০.৩০: দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২০। তাঁদের মধ্যে ২২ জন আইসিইউতে রয়েছেনবলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
In the hotspots identified in Delhi, we are conducting door-to-door medical scanning of the residents. 6000 houses have been scanned in Nizamuddin area also, one person tested positive for : Delhi Health Minister Satyendar Jain
— ANI (@ANI)
সকাল ১০টা: বন্ধু দেশ ইজরায়েলকে করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে ভারত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
We have to jointly fight this pandemic. India is ready to do whatever is possible to help our friends. Praying for the well-being and good health of the people of Israel: Prime Minister Narendra Modi.
— ANI (@ANI)
সকাল ৯.৩০: গুরুগ্রামের ৯টি এলাকা সংক্রামক অঞ্চল হিসাবে চিহ্নিত করা হল।
COVID-19: Gurugram declares 9 areas as containment zones
Read story |
— ANI Digital (@ani_digital)
সকাল ৯.১৫: মুম্বইয়ের ধারাভি বসতিতে আরও পাঁচজনের শরীরে সংক্রমণ। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।
5 more cases reported in Dharavi, Mumbai taking the total number of coronavirus positive cases in the area to 22: Brihanmumbai Municipal Corporation (BMC)
— ANI (@ANI)
সকাল ৯টা: গত ১২ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯। মোট আক্রান্ত ৬,৪১২, তার মধ্যে সুস্থ হয়েছেন ৫০৪ জন। পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
Increase of 547 new COVID19 cases 30 deaths in last 12 hours; India’s total number of positive cases rises to 6412 (including 5709 active cases, 504 cured/discharged/migrated and 199 deaths): Ministry of Health and Family Welfare
— ANI (@ANI)
সকাল ৮টা: পুণেতে আরও এক আক্রান্তের মৃত্যু। শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।
A positive person has passed away at Sassoon hospital in Maharashtra’s Pune, taking the total death toll to 25 in the district. There are 209 positive cases in Pune, till now: District Health Officer
— ANI (@ANI)
সকাল ৭.৩০: অসমে প্রথম কোনও করোনা আক্রান্তের মৃত্যু। মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
A 65-year-old person has passed away in Silchar Medical College and Hospital, Assam due to complication of infection: State Health Minister Himanta Biswa Sarma (in file pic)
— ANI (@ANI)
সকাল ৭টা: ২৪ ঘণ্টায় আমেরিকায় রেকর্ড ১,৭৮৩ জনের মৃত্যু।
United States records 1,783 deaths in past 24 hours: AFP news agency quoting Johns Hopkins
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.