Advertisement
Advertisement
করোনা ভাইরাস।

নয়ডায় করোনার আতঙ্কে বন্ধ স্কুল! পিছিয়ে গেল পরীক্ষা

হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বেশ কয়েকজন পড়ুয়াকে।

Corona Virus Scare two Noida School declared shut
Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 3, 2020 6:08 pm
  • Updated:March 3, 2020 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস (Corona Virus) আতঙ্কে নজিরবিহীন সিদ্ধান্ত দিল্লির নয়ডার (Noida) স্কুলে। আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল দুটি স্কুল। শ্রীরাম মিলেনিয়াম স্কুলের অভিভাবক সংগঠনের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা জানান, সন্তানদের স্কুলে পাঠাতে তাঁরা কেউ সাহস পাচ্ছেন না।

Advertisement

ইটালি (Italy) থেকে জ্বর নিয়ে ফেরার পর ময়ূর বিহারের এক হাসপাতালে চিকিৎসা করাতে যান এক ব্যক্তি। জ্বর না কমায় প্রথমে তাঁকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। পরে করোনা ভাইরাসের টেস্ট করার পর তাঁর রক্তে করোনার নমুনা মেলে। বর্তমানে তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে নয়ডার বাড়িতে সেই ব্যক্তির মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আসে তাঁর মেয়ের বন্ধুরা।  উক্ত ব্যক্তির শরীর থেকে করোনার নমুনা পাওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সেই সকল পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সকলকেই করোনার পরীক্ষা করাতে বলা হয়েছে। পাশাপাশি তাদের ১৪ দিনের পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। তবে নয়ডার শ্রীরাম স্কুল সরাসরি করোনার আতঙ্কে বন্ধ রাখা হবে এমনটা জানানো হয়নি। তবে স্কুলের পরীক্ষার দিনও মিটিং করে পিছিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: দিনের শুরুতে ঘুরে দাঁড়ালেও বেলা বাড়তেই ফের নিম্নমুখী শেয়ার বাজার]

স্কুলের নোটিসে জানানো হয়, ক্রমশ পরিস্থিতি খারাপ হওয়ায় আজ থেকে স্কুলে পরীক্ষার দিনগুলি পিছিয়ে দেওয়া হল। দ্রুত পরীক্ষার দিন স্থির করে তা জানিয়ে দেওয়া হবে। তবে বোর্ডের পরীক্ষাগুলি নির্ধারিত দিন মেনেই হবে। অতিরিক্ত ক্লাস করতে চাইলে সপ্তম থেকে একাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসতেই পারে। নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের ছুটি দেওয়া হল। আপাতত করোনা আতঙ্কে স্কুলের কয়েকজন পড়ুয়া ও তাদের বাবা-মায়েরা হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

[আরও পড়ুন: দিল্লিতে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলির জের, ৮ দিন পর গ্রেপ্তার বন্দুকবাজ শাহরুখ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement