সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দাপটে জোরাল হচ্ছে দেশে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের হার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে কীভাবে সৎকার করতে হবে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের? কারণ, মৃতদের থেকে সংক্রমণের সম্ভাবনাও প্রবল। ‘হু'(WHO) এর নিয়ম অনুযায়ী সৎকারের ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হবে তা জানাল স্বাস্থ্যমন্ত্রক।
পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, মানব শরীরের থুতু, হাঁচি-কাশির সঙ্গে নির্গত জলকণাতে বাস এই মারণভাইরাসের। তাই মৃতের শরীর থেকে সংক্রমণের সম্ভাবনা খুবই কম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.