সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী থেকে মুক্তির শেষ ধাপে দেশ। ধীরে ধীরে কোভিড (COVID-19) সংক্রমণ কমছে। মঙ্গলবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ সাড়ে পাঁচশোরও কম। ২০২০ সালের এপ্রিল থেকে যা সর্বনিম্ন বলে দাবি। এই পরিসংখ্যান নিঃসন্দেহে বড়সড় স্বস্তির।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। সোমবার এই সংখ্যা ছিল ৭৩৪। সেই তুলনায় দৈনিক সংক্রমণ কমল অনেকটাই। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৪,৪৬,৬৬,৯২৪। কমেছে অ্য়াকটিভ কেস। গত সাতদিনের পজিটিভিটি রেট অনুযায়ী, মোট আক্রান্তের ০.৬ শতাংশেরও কম। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় (West Bengal) গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ মাত্র ১১ জন। সুস্থতার হার ৯৮.৯৭ শতাংশ। এখনও মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়েই উদ্বেগ জারি রয়েছে। এছাড়া সর্বত্র মোটের উপর নিয়ন্ত্রণে করোনা ভাইরাসের সংক্রমণ।
এদিকে, চলতি বছর আসিয়ান সামিট (ASEAN Summit) আয়োজনের পরই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন কম্বোডিয়ার (Cambodian) প্রধানমন্ত্রী হুন সেন। আন্তর্জাতিক সম্মেলনে হাজির ছিলেন অনেক রাষ্ট্রপ্রধানই। তাঁদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাঁদের পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
Cambodian PM tests positive for COVID-19 after hosting ASEAN Summit
Read Story |
— ANI Digital (@ani_digital)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.