সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধ, এলাকাভিত্তিক লকডাউন, সাধারণ মানুষের সচেতনতা এবং টিকাকরণ ও টেস্টিংয়ের সংখ্যা বৃদ্ধি। সার্বিক প্রচেষ্টার সুফল মিলছে। গত কয়েকদিন ধরেই দেশের করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছিল। রবিবার সেই ইঙ্গিত অনেকটাই স্পষ্ট হল। আড়াই লক্ষের নিচে নেমে এল দেশের দৈনিক করোনা সংক্রমণ। সেই সঙ্গে কমছে মৃত্যুও। আবার লাগাতার সুস্থতার হার ঊর্ধ্বমুখী। যার জেরে কমছে অ্যাকটিভ কেস।
India reports 2,40,842 new cases, 3,55,102 discharges & 3,741 deaths in last 24 hrs, as per Health Ministry.
AdvertisementTotal cases: 2,65,30,132
Total discharges: 2,34,25,467
Death toll: 2,99,266
Active cases: 28,05,399Total vaccination: 19,50,04,184
— ANI (@ANI)
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন করোনা (Coronavirus)আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা সংক্রমণ নেমে এল আড়াই লক্ষের নিচে। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। দুদিন পর মৃতের সংখ্যাটাও নেমে এল ৪ হাজারের নিচে।
স্বাস্থ্যমন্ত্রককে বড়সড় স্বস্তি দিচ্ছে লাগাতার কমতে থাকা অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯ জন। রবিবার তা কমেছে লক্ষাধিক। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এক সময় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছিল, তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ১৯ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। শুধু তাই নয়, কেন্দ্র লাগাতার দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও বাড়াচ্ছে। শনিবারও ২১ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে।
32,86,07,937 samples tested for up to 22nd May 2021. Of these, 21,23,782 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.