ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরু করোনার। চিনে পরিস্থিতি ২০২০ সালের ভয়াবহ সময়ের থেকেও খারাপ। আরও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। একই ছবি বিশ্বের অন্য প্রান্তেও। গত এক সপ্তাহে বিশ্বে আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। গতকালই এসব নিয়ে সতর্ক করেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি হিমশৈলের চূড়ামাত্র। তারা নতুন করে বিশ্ববাসীকে সতর্ক করেছে। তবে এসবের মধ্যে স্বস্তির খবর, ভারতে করোনা গ্রাফ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
India reports 2,528 fresh cases, 3,997 recoveries, and 149 deaths in the last 24 hours.
AdvertisementActive case: 29,181 (0.07%)
Daily positivity rate: 0.40%
Total recoveries: 4,24,58,543
Death toll: 5,16,281Total vaccination: 1,80,97,94,58
— ANI (@ANI)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন মাত্র ২ হাজার ৫২৮ জন। যা কমবেশি আগের দিনের মতোই। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত কয়েকদিনে সংখ্যাটা খানিকটা কমলেও এদিন মৃতের সংখ্যাটা আবার অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জন।
দেশের অ্যাকটিভ কেস কমতে কমতে নেমে এসেছে ৩০ হাজারের নিচে। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস ৩ হাজার ৯৯৭ জন। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। একই সঙ্গে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৮ হাজার ৫৪৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৯৯৭ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮০ কোটি ৯৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৬ লক্ষের ৩৩ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.