সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি যে ভয়াবহ আকার নিয়েছে, তা গত কয়েক সপ্তাহের পরিসংখ্যানেই স্পষ্ট। এতদিন যে আক্রান্তের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছিল, সেটা গত এক সপ্তাহে একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। শনিবার সকালেও আক্রান্তের সংখ্যাবৃদ্ধিটা রীতিমতো উদ্বেগজনক। বেশ কয়েকমাস পর প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত পেরল ৬০ হাজারের গণ্ডি। মূলত মহারাষ্ট্রে করোনা সংক্রমণের পরিস্থিতি উদ্বেগজনক। তবে অন্য রাজ্যেও ছবিটা খুব একটা সুখকর নয়। বাংলা-কেরল-তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যেও বাড়ছে আক্রান্ত।
India reports 62,258 new cases, 30,386 recoveries, and 291 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
AdvertisementTotal cases: 1,19,08,910
Total recoveries: 1,12,95,023
Active cases: 4,52,647
Death toll: 1,61,240Total vaccination: 5,81,09,773
— ANI (@ANI)
সার্বিকভাবে শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৮ হাজার ৯১০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ২৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি।
এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে ঝড়ের গতিতে বাড়ছে অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন। যা দৈনিক আক্রান্তের অর্ধেকের কম। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৫২ হাজার ৬৪৭ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৯৫ হাজার ৬৩৭ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৫ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৭৭৩ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.