সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপ কাঁপছে। আমেরিকা ধুঁকছে। ওমিক্রন (Omicron) আতঙ্ক এখন গোটা বিশ্বের মাথাব্যাথা। ধীরে ধীরে ভারতেও থাবা বসাচ্ছে করোনার অতি বিপজ্জনক এই স্ট্রেনটি। ইতিমধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাড়ে তিনশোর গণ্ডি। ওমিক্রন আতঙ্ক নিয়ে গতকালই কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। করোনার নতুন স্ট্রেনের দাপট রুখতে কেন্দ্রের পুরনো টেস্টিং এবং ট্রাকিং নীতিতেই আস্থা রাখছেন মোদি। সেই সঙ্গে জোর দিতে বলছেন টিকাকরণেও। তাঁর পরামর্শ যত দ্রুত সম্ভব ওমিক্রন আক্রান্তদের শনাক্ত করে আইসোলেট করতে হবে। এবং তাঁদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে।
India reports 6,650 new cases, 7,051 recoveries, and 374 deaths in the last 24 hours.
AdvertisementActive cases: 77,516
Total recoveries: 3,42,15,977
Death toll: 4,79,133Total number of cases 358
Total Vaccination: 1,40,31,63,063
— ANI (@ANI)
ওমিক্রন বাড়লেও সার্বিকভাবে অবশ্য দেশের করোনা পরিসংখ্যানে স্বস্তি মিলেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৫০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৭৪ জন। মৃত এবং আক্রান্ত দুটোই আগের দিনের থেকে খানিকটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জন।
সবচেয়ে বড় স্বস্তির খবর হল, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৭ হাজার ৫১৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৫১ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।
ওমিক্রন স্ট্রেনের হানা রুখতে টিকাকরণই হাতিয়ার কেন্দ্রের। ইতিমধ্যেই দেশে করোনার টিকার প্রায় ১৪০ কোটি ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৭ লক্ষ ৪৪ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে। আপাতত দৈনিক আক্রান্তে স্বস্তি মিললেও বিশেষজ্ঞদের আশঙ্কা ওমিক্রনের প্রভাবে আগামী বছরের শুরুতেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.