ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতগতিতে টিকাকরণ, কড়া বিধিনিষেধ এবং করোনাবিধি মানার সুফল পাচ্ছে ভারত। করোনার তৃতীয় ঢেউ থেকে দ্রুত মুক্তি পাওয়ার পথে দেশ। গত কয়েক দিনের ট্রেন্ড মেনে ফের ভারতে অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দিন তিনেক আগেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষের নিচে নেমে এসেছিল। বুধবার আবার সেটি বেড়ে এক লক্ষের উপরে চলে যায়। স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার ফের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল ৭০ হাজারের নিচে। তবে, দৈনিক মৃতের সংখ্যাটা এখনও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
India reports 67,084 fresh cases, 1,67,882 recoveries and 1,241 deaths in the last 24 hours.
AdvertisementActive cases: 7,90,789 (1.86%)
Death toll: 5,06,520
Daily positivity rate: 4.44%Total vaccination: 1,71,28,19,947
— ANI (@ANI)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। যা আগের দিনের থেকে অনেক কম। এদিন দেশের পটিজিভিটি রেটও নেমে এসেছে ৪.৪৪ শতাংশে। যা আগের থেকে অনেকটাই চিন্তামুক্ত করছে চিকিৎসকদের। আক্রান্ত কমলেও দৈনিক মৃতের সংখ্যাটা এখনও ভয় ধরানোর মতো। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১২৪১ জনের।
অ্যাকটিভ কেস অবশ্য আগের মতোই নিম্নমুখী। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার ৩৯ কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৭৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭১ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, ইতিমধ্যেই ১২ থেকে ১৮ বছর বয়সি ৬ কোটি কিশোর টিকা পেয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ৩২১ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.