সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সত্যিই দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছে। লাগাতার কমছে দৈনিক সংক্রমণ। একটা সময় যে দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেটাই আজ কমতে কমতে ৬০ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। এদিকে সংক্রমণ কমলেও সুস্থতার হার খুব একটা কমছে না। ফলে, ক্রমাগত কমছে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। যা রীতিমতো আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।
India reports a spike of 61,267 new cases & 884 deaths in the last 24 hours.
AdvertisementTotal case tally stands at 66,85,083 including 9,19,023 active cases, 56,62,491 cured/discharged/migrated cases & 1,03,569 deaths: Union Health Ministry
— ANI (@ANI)
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ হাজার ২৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ১৩ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮৩ জন। আক্রান্তের পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটাও আগের তুলনায় কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩ হাজার ৫৬৯ জন।
অন্যদিকে আরও স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৯ হাজার ২৩ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষের কাছাকাছি।
10,89,403 samples tested for on 5th October. Total of 8,10,71,797 samples tested in the country up to 5th October: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.