সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে দু’দিন কিছুটা কমানো হয়েছিল পরীক্ষার সংখ্যা। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ৩০ হাজারের কাছাকাছি। করোনা পরীক্ষার সংখ্যা বাড়তেই ফের আগের মতোই বাড়তে শুরু করল সংক্রমণ। বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্য বলছে, ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। তবে, আজও নতুন আক্রান্তের থেকে খানিকটা বেশি করোনাজয়ীর সংখ্যা। সেটাই স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।
With 45,576 new infections, India’s total cases rise to 89,58,484. With 585 new deaths, toll mounts to 1,31,578.
AdvertisementTotal active cases at 4,43,303 after a decrease of 3,502 in the last 24 hrs.
Total discharged cases at 83,83,603 with 48,493 new discharges in last 24 hrs.
— ANI (@ANI)
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৫৭৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৭ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৪ জন। গত দু’দিনের তুলনায় দেশে মৃতের সংখ্যাটাও অনেকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৫৭৪ জন।
তবে স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৯৩ জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান সাড়ে ৩ হাজারেরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০৩ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন। এদিন করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ১০ লক্ষের কাছাকাছি।
A total of 12,85,08,389 samples tested for up to 18th November. Of these, 10,28,203 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.