ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা এগিয়েছে দেশ। তবে, লড়াইটা এখনও শেষ হয়নি। সামান্যতম ঢিলেমির সুযোগ পেলেই জাঁকিয়ে বসছে COVID-19। দিন তিনেক আগেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ৩৮ হাজারে। কিন্তু গত দু’দিনে তা ফের ঊর্ধ্বমুখী। আর গতকাল দেশে নতুন করে করোনার কবলে পড়েছেন প্রায় ৪৮ হাজার মানুষ। অর্থাৎ ফের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৫০ হাজারের দিকে এগোচ্ছে। শুধু তাই নয়, আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাটাও।
With 47,905 new infections, India’s total cases surge to 86,83,917. With 550 new deaths, toll mounts to 1,28,121
AdvertisementTotal active cases are 4,89,294 after a decrease of 5,363 in the last 24 hrs.
Total cured cases are 80,66,502 with 52,718 new discharges in the last 24 hrs.
— ANI (@ANI)
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৯০৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৮৩ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৫০ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৮ হাজার ১২১ জন।
তবে স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৫২ হাজার ৭১৮ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা হলেও বেশি। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় হাজার চারেক। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮০ লক্ষ ৬৬ হাজার ৫০২ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৯ হাজার ২৯৪ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.