ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় স্বস্তির খবর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ যে জয়ের দিকে এগোচ্ছে, আরও একবার তার স্পষ্ট ইঙ্গিত মিলল। দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমে দাঁড়াল ৩৮ হাজারে। গত মাসের শেষের দিকে একবার দৈনিক সংক্রমণের সংখ্যাটা কমে ৩৬ হাজারে নেমে এসেছিল। তারপর থেকে নিয়মিত ৪০ হাজারের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হয়েছেন। তবে মঙ্গলবার সংখ্যাটা ফের ৪০ হাজারের নিচে নামল। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ রোগীর সংখ্যা নতুন আক্রান্তের দেড়গুণেরও বেশি। যা বড়সড় স্বস্তির খবর স্বাস্থ্যমন্ত্রকের জন্য।
With 38,310 new infections, India’s total cases surge to 82,67,623. With 490 new deaths, toll mounts to 1,23,097.
AdvertisementTotal active cases are 5,41,405 after a decrease of 20,503 in last 24 hrs.
Total cured cases are 76,03,121 with 58,323 new discharges in the last 24 hrs.
— ANI (@ANI)
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩১০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ লক্ষ ৬৭ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও সামান্য কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৩ হাজার ৯৭ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। অর্থাৎ আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা দেড়গুণেরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৬ লক্ষ ৩ হাজার ১২১ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৪০৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের আশা খুব শীঘ্রই দেশের অ্যাক্টিভ কেস ৫ লক্ষের নিচে নেমে আসবে। এদিকে গত ২৪ ঘণ্টায় ফের ১০ লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে।
Total 11,17,89,350 samples tested for up to 2nd November. Of these, 10,46,247 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.