আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫২ লক্ষ ১৪ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৩৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ২১ হাজার ৯৬০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,২৯৮ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.১০: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং করোনা আক্রান্ত। টুইটে দুঃসংবাদ জানান তিনি।
मैंने कोरोना के शुरुआती लक्षण नज़र आने पर टेस्ट कराया था, जिसमें मेरी रिपोर्ट पॉजिटिव आई है। मेरा निवेदन है कि विगत दिनों जो भी लोग मेरे संपर्क में आये हैं वह आइसोलेशन में रहें एवं अपना कोविड-19 टेस्ट जरूर कराएं।
— Dr Raman Singh (@drramansingh)
রাত ১০.৪৯: বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ-সহ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামী ২৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাত ১০.১৬: অসমে নতুন করে করোনা আক্রান্ত ২,৫৯৫ জন।
2595 new cases reported in Assam today, taking the total number of positive cases to 1,55,453, including 1,23,684 recovered cases, 31,218 active cases and 548 deaths till date: State Health Department, Govt of Assam
— ANI (@ANI)
রাত ৯.২২: কেরলে আক্রান্ত আরও ৪ হাজার ৬৪৪ জন।
4,644 new COVID-19 cases, 2,862 recoveries and 18 deaths reported in Kerala today, taking active cases to 37,488 and death toll to 519: Chief Minister Pinarayi Vijayan (file photo)
— ANI (@ANI)
রাত ৯.১৮: কলকাতা মেডিক্যাল কলেজের পর নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। সরকারি স্তরে শনিবার থেকে রাজ্যের দ্বিতীয় মেডিক্যাল কলেজে শুরু হল প্লাজমা থেরাপি।
রাত ৯.১১: ঝাড়খণ্ডে করোনা আক্রান্ত আরও ১,২২২ জন।
Jharkhand reports 1,222 new cases and 10 deaths, taking total cases to 69,860 including 55,697 recoveries and 615 deaths. Number of active cases stands at 13,548: State Health Department
— ANI (@ANI)
রাত ৯.১০: হরিয়ানায় আক্রান্ত আরও ২,৬৯১ জন।
Haryana reported 2,691 new COVID-19 cases, 2,272 recoveries and 28 deaths today, taking total cases to 1,08,952 including 86,150 recoveries and 1,120 deaths: State Health Department
— ANI (@ANI)
রাত ৮.৫৪: দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪২ হাজার ৮৯৯ জন।
The total number of cases in Delhi rises to 2,42,899 with 4,071 new cases and 38 deaths reported today. The numbers of active and recovered cases are 32,064 and 2,05,890 respectively. The death toll is at 4,945: Delhi government
— ANI (@ANI)
রাত ৮.২৬: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১ হাজার ৮৩৪ জন।
Rajasthan reported 1,834 new COVID-19 cases and 14 deaths today, taking total cases to 1,13,124 including 93,805 recoveries, 1,322 deaths and 17,997 active cases: State Health Department
— ANI (@ANI)
রাত ৮.১১: তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৫ হাজার ৫৬৯ জন।
5,569 new cases, 5,556 discharges and 66 deaths reported in Tamil Nadu today. Total number of cases now at 5,36,477 including 46,453 active cases, 4,81,273 discharges and 8,751 deaths: State Health Department
— ANI (@ANI)
রাত ৮.০৩: পাঞ্জাবে করোনা আক্রান্ত ২ হাজার ৬৯৬ জন।
Punjab reports 2,696 new cases and 49 deaths today, taking the total number of cases to 95,529 including 70,373 recoveries, 22,399 active cases and 2,757 deaths: State Health Department
— ANI (@ANI)
রাত ৮: বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের।
সন্ধে ৭.৫৮: উত্তরাখণ্ডে করোনা আক্রান্ত ২ হাজার ৭৮ জন।
2,078 new cases detected in Uttarakhand today. Total positive cases in the State are now 40,085 including 12,465 active cases, 26973 recovered cases and 478 deaths: State Health Department
— ANI (@ANI)
সন্ধে ৭.৪৬: কর্ণাটকে আক্রান্ত আরও ৮ হাজার ৩৬৪ জন।
Karnataka reported 8,364 new COVID-19 cases, 10,815 discharges and 114 deaths today. The total number of cases in the State is now at 5,11,346 including 98,564 active cases, 4,04,841 discharges and 7,922 deaths: State Health Department
— ANI (@ANI)
সন্ধে ৭.৩৬: আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত সিকিম সরকারের।
সন্ধে ৭.২৪: মণিপুরে আক্রান্ত আরও ১১৭ জন।
Manipur reported 117 new cases and 3 deaths today. The total number of cases in the State is now at 8,724 including 6,723 recovered cases, 1,946 active cases and 55 deaths: State Health Department
— ANI (@ANI)
সন্ধে ৭.১৩: মধ্যপ্রদেশে আক্রান্ত ২ হাজার ৬০৭ জন।
Madhya Pradesh reports 2,607 new COVID-19 cases, 2,206 recoveries and 42 deaths, taking total cases to 1,03,065 including 79,158 recoveries and 1,943 deaths: State Health Department
— ANI (@ANI)
সন্ধে ৬.৫৭: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৮ হাজার ২১৮ জন।
Andhra Pradesh reports 8,218 new COVID-19 cases today. The total number of cases now at 6,17,776 including 5,30,711 recoveries, 81,763 active cases, and 5,302 deaths: State Health Department
— ANI (@ANI)
সন্ধে ৬.৪৭: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত আরও ১ হাজার ৪৯২ জন।
1,492 new cases reported in Jammu and Kashmir today; 831 from Jammu division and 661 from Kashmir division. Total number of cases now at 62,533 including 21,281 active cases, 40,265 recoveries and 987 deaths: Govt of Jammu and Kashmir
— ANI (@ANI)
সন্ধে ৬.৪৪: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডিপিএলের এমডি আশিস সাহা। শনিবার বিকালে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। প্রায় দিন পনেরো ধরে তিনি ভর্তি ছিলেন ওই হাসপাতালে। সিইএসসি থেকে অবসরের পর যোগ দেন সরকারি সংস্থা ডিপিএলে। তার মৃত্যুতে শোকের ছায়া সমগ্র দুর্গাপুর জুড়েই।
সন্ধে ৬.০০: লকডাউনের মধ্যেও চলেছে উন্নয়নের কাজ। স্বাক্ষরিত হয়েছে ৪২ টি মউ। নতুন তিনটি প্রকল্প চালু করেছে সরকার। জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
বিকেল ৫.৩৭: ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
বিকেল ৫.১৮: অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৮ হাজার ২১৮ জন।
বিকেল ৪.৪৮: আগামী সপ্তাহে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে।
বিকেল ৪.০০: কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত।
Karnataka Deputy Chief Minister CN Ashwathnarayan tests positive for .
— ANI (@ANI)
দুপুর ৩.১০: লকডাউনের সময় শ্রমিক স্পেশাল ট্রেনে ৯৭ জন পরিযায়ীর মৃত্যু হয়েছে। সংসদে জানাল কেন্দ্র।
দুপুর ২.৫৯: স্পেনের রাজধানী মাদ্রিদে বাড়ছে সংক্রমণ। কিছু জায়গায় ফের লকডাউন জারি মাদ্রিদ প্রশাসনের।
দুপুর ২.২৪: সিকিমের তিন মন্ত্রী ও দুই বিধায়ক করোনা আক্রান্ত।
দুপুর ২.১৮: রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন।
দুপুর ২.১২: কলম্বিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষ ছাড়িয়ে গেল।
দুপুর ২: নতুন করে করোনার ধাক্কা ইংল্যান্ডে। ফের বিধিনিষেধ কড়াকড়ির কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সপ্তাহান্তে তার পরিকল্পনা করলেন তিনি।
দুপুর ১.৫০: দিল্লির সংখ্যালঘু কমিশনের এক সদস্যর করোনায় মৃত্যু হল।
দুপুর ১.৩৭: রাজ্যসভায় পাস হল সংশোধিত মহামারী আইন, ২০২০ বিল।
Rajya Sabha passes Epidemic Diseases (Amendment) Bill 2020.
— ANI (@ANI)
দুপুর ১.০০: অন্ধ্রপ্রদেশে চালু হল বাস পরিষেবা।
Andhra Pradesh: Bus services resume in Vijayawada from today with necessary protocols.
— ANI (@ANI)
বেলা ১২.২৪: চেন্নাই সুপার কিংসের বিপদ কাটল অবশেষে। ওপেনার ঋতুরাজ করোনা মুক্ত। শনিবার তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
সকাল ১১.৫০: দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এটা স্বীকার করে নিক কেন্দ্র। দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের।
সকাল ১১.১৯: মহামারীর কোপে এ পর্যন্ত দেশে ৩৩৬ জন রেল কর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৪ হাজারের বেশি। জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
সকাল ১১.০০: মহামারীর কোপে মিলছে না ফি, দেশজুড়ে ‘বিক্রির’ পথে এক হাজার স্কুল! সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে।
সকাল ১০.৪৫: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করেনা আক্রান্ত ৮১৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
7 deaths and 813 fresh positive cases reported in Rajasthan today till 1030 hours. The total number of cases in the state rise to 1,12,103 including 92, 303 recovered, 18, 485 active cases and 1315 deaths: State Health Department
— ANI (@ANI)
সকাল ৯.৪৭: গত ২৪ ঘণ্টায় দেশে ৮ লক্ষ ৮১ হাজার ৯১১ টি নমুনা পরীক্ষা হয়েছে।
Total samples tested up to 18th September are 6,24, 54, 254 including 8,81,911 samples tested yesterday: ICMR
— ANI (@ANI)
সকাল ৯.২৭: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৩ হাজার ৩৩৭ জন। মৃত্যু হয়েছে ১,২৪৭ জনের।
India’s case tally crosses 53-lakh mark with a spike of 93,337 new cases & 1,247 deaths in last 24 hours.
The total case tally stands at 53,08,015 including 10,13,964 active cases, 42,08,432 cured/discharged/migrated & 85,619 deaths: Ministry of Health & Family Welfare
— ANI (@ANI)
>
সকাল ৮.২৫: দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে আশার আলো করোনায় সুস্থতার হার।করোনা জয়ের নিরিখে আমেরিকাকেও টপকে গলে ভারত। ট্রাম্পের দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লক্ষ ৯১ হাজার ৮৯৪ জন। সেখানে ভারতে সুস্থ হয়েছেন ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ জন।
সকাল ৮.১৬: অস্ট্রেলিয়ায় সামান্য কমছে সংক্রমণ। সে দেশের হটস্পটগুলিতে দৈনিক সংক্রমণ কমেছে।
সকাল ৮.০৯: কানাডার বিরোধী দলনেতা এরিন ও টুলে করোনা আক্রান্ত।
সকাল ৮.০৫: করোনা ভাইরাস পরীক্ষা সংক্রান্ত গাইডলাইনসে বদল আনল ট্রাম্প প্রশাসন। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা অন্যদের সঙ্গে মেলামেশা করছেন, তাঁদের উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা করাতে হবে।
Trump administration reversed guidance on testing for a second time, urging those exposed to people with the virus to get tested even if they are not displaying symptoms: Reuters
— ANI (@ANI)
সকাল ৮.০০: গুজরাটে রাজকোট সিভিল করোনা হাসপাতালে কর্মীদের হাতে প্রহৃত রোগীর মৃত্যু হল।
Gujarat: A patient, who was thrashed allegedly by staff at Rajkot Civil Hospital, passed away. Hospital Supt. says,” The patient had a bout of hysteria & attempted to remove the intravenous tube. He was trying to hurt himself & other patients. He was then restrained.”
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.