Advertisement
Advertisement
Ahmedabad

‘মডেল’ গুজরাটে বেহাল রাস্তা! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির

গুজরাটের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Couple electrocuted to death after bike gets stuck in waterlogged pothole in Ahmedabad

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 9, 2025 7:06 pm
  • Updated:September 9, 2025 7:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্যোগের রাত! টানা বৃষ্টি আহমেদাবাদ শহরে। রাস্তার গর্তে জমা জলে আটকে যায় এক দম্পতির গাড়ি। সেখানে আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হন দম্পতি। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের মাটন গলি রোডে। এই ঘটনার পর গুজরাট মডেল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

মৃত দম্পতির নাম রঞ্জন ও অঙ্কিতা সিংহাল। সোমবার রাতে এক আত্মীয়কে হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন দম্পতি। সেই সময় মটনগলি এলাকায় আসতেই রাস্তার জলভর্তি একটি গর্তে আটকে যায় তাঁদের গাড়ি। গাড়িতে থাকা মহিলা প্রথমে বিদ্যুৎপৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন স্বামীও। ঘটনার পর খবর যায় স্থানীয় বিদ্যুৎদপ্তরে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দম্পতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনার পর বিদ্যুৎদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গুজরাটের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারপরও কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হল না? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকা পরিদর্শন করেন দপ্তরের কর্তারা। স্থানীয়দের দাবি, এই তৎপরতা আগে দেখালে অকালে দম্পতির মৃত্যু হত না। 

উত্তর গুজরাটের বনসকান্তা, পাটন, সবরকান্তা, গান্ধীনগর ও আহমেদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা ও দক্ষিণ গুজরাটের তাপী, ভালসাদ এবং নভসারি-সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামিকাল বুধবার পর্যন্ত গুজরাটের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে রেখেছে আবহাওয়া দপ্তর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ