ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে করোনা পরিস্থিতির আরও একধাপ উন্নতি হল দেশে। আরও খানিকটা কমল করোনা সংক্রমণ। তবে ঊর্ধ্বমুখী মৃত্যুহার চিন্তা খানিকটা বাড়াল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিস্থিতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ১২৫৯ জন, যা সোমবারের তুলনায় খানিকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। সোমবার মৃতের সংখ্যা ছিল ৩১। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭০৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
India registers 1,259 new cases, 35 deaths, and 1,705 recoveries, in the last 24 hours; Active cases stand at 15,378
— ANI (@ANI)
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে দেশে কোভিডের (COVID-19) বলি ৫ লক্ষ ২১ হাজার ৭০, শতকরা হিসেবে ১.২১ শতাংশ। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৮, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ মাত্র। বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরুর পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮২ মিলিয়ন ব্যক্তি। মহামারীকে পরাস্ত করতে বিশ্বজুড়ে টিকাকরণ প্রক্রিয়া জোরদার করা হয়েছে। ভারতেও চলছে টিকাকরণ। ইতিমধ্যে ১৮৩ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতে সমস্ত কোভিডবিধি উঠে গিয়েছে।
দ্বিতীয়বারের জন্য কোভিডে আক্রান্ত হয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তবে তাঁর কোনও উপসর্গ নেই। নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি। এর আগে ২০২০ সালের শেষদিকে এলন মাস্কের শরীরে থাবা বসিয়েছিল মহামারী।
Covid-19 is the virus of Theseus.
How many gene changes before it’s not Covid-19 anymore?
I supposedly have it again (sigh), but almost no symptoms.
— Elon Musk (@elonmusk)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.