Advertisement
Advertisement
Puri Rath Yatra

দেশে করোনা আক্রান্ত ৫ হাজার! রথযাত্রার আগে বিধিনিষেধের পথে ওড়িশা সরকার

শেষ ২৪ ঘণ্টায় দেশে ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Covid Cases Rise upto 30 Odisha Govt issue Advisory Ahead Of Puri Rath Yatra
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 7, 2025 2:28 pm
  • Updated:June 7, 2025 2:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তে সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি টপকে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওড়িশাতেও নতুন করে সাতজনের করোনা ধরা পড়েছে। বর্তমানে ওড়িশায় সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩০। এই পরিস্থিতিতে পুরীর রথযাত্রায় একাধিক বিধিনিষেধ চালু করতে চলেছে ওড়িশা সরকার।

Advertisement

ওড়িশার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিরক নীলকণ্ঠ মিশ্র জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা দ্রুত সেরে উঠছেন। তাছাড়া এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর খবর মেলেনি। তিনি বলেন, “প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত জন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করা হতে পারে। এই নিয়ে আলেচনা করা হচ্ছে।”

আগামী ২৭ জুন পুরীতে রথযাত্রার আয়োজন হতে চলেছে। রাজ্যের ভক্ত ছাড়াও, দেশ-বিদেশ থেকে বহু ভক্ত পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রায় কার্যত জনসমুদ্র দেখা যায় পুরীতে। এদিকে ভিড়ের ফলে করোনা ছড়িয়ে যাওয়ার সম্ভবনা থাকে। এই পরিস্থিতিতে ওড়িশা সরকারের আর্জি, জ্বর, সর্দিতে আক্রান্ত, বয়স্ক বা অন্য কোনও রোগে আক্রান্তরা যেন রথযাত্রায় অংশ না নেন। তাঁরা যেন অন্য টেলিভিশনের মাধ্যমে জগন্নাথদেবের দর্শন করেন। তাছাড়া যাঁরা রথযাত্রায় অংশ নেবেন তাঁদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

দেশজুড়ে নতুন করে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে চারজনের। সক্রিয় রোগীর সংখ্যা ৫,৩৬৪। কেরলে সর্বাধিক সংক্রমিত। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। দিল্লিতে আক্রান্ত ৫৯২ জন। গড়ে রোজ ১২০০ আরটি-পিসিআর টেস্ট হচ্ছে রাজধানীতে। গুজরাট, পশ্চিমবঙ্গেও ক্রমেই বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছে ১০৬ জন। এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ